মঙ্গলবার ● ৮ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » ১১ জানুয়ারী শুরু হবে ‘স্মার্টফোন এক্সপো ২০১৩’
১১ জানুয়ারী শুরু হবে ‘স্মার্টফোন এক্সপো ২০১৩’
আগামী ১১ জানুয়ারী থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিন দিনের ‘স্মার্টফোন এক্সপো ২০১৩’। স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে আয়োজিত এটি দেশের প্রথম মেলা। এ মেলা আয়োজন করছে মেলা ও সম্মেলন ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘এক্সপো মেকার’। মেলা উপলক্ষ্যে রাজধানীর প্যান প্যাসিফিক সোঁনারগাও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক কর্তৃপক্ষ ।
স্মার্টফোন এক্সপো ২০১৩ -এর সমন্বয়ক বিপ্লব ঘোষ রাহুল জানান, মেলাতে সিম্ফনি, আসুস সহ সব র্ব্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেট ও আনুষঙ্গিক পণ্য পাওয়া যাবে। মেলায় থাকবে টেলিটক থ্রিজি এবং স্মার্টফোনের জন্য সিকিউরিটি পণ্য ক্যাসপারস্কির প্যাভিলিয়ন। বিভিন্ন পণ্যের ওপর ছাড় ও উপহার থাকবে এই মেলায়।
সংবাদ সম্মেলনে টেলিটকের বিক্রয় ও বিপনন বিভাগের জেনারেল ম্যানেজার (মহাব্যবস্থাপক) জনাব হাবিবুর রহমান বলেন, থ্রিজি ব্যাবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে তৃতীয় প্রজন্মের ইন্টারনেট ব্যবহার এতদিন নাগালের বাইরে ছিল এবং বর্তমানে টেলিটকই একমাত্র এই সেবা দিচ্ছে। আর স্মার্টফোন ও ট্যাবলেটের মতো গ্যাজেট থ্রিজি ছাড়া খুব বেশি কার্যকর নয়। থ্রিজি আর স্মার্টফোন এ দুয়ে মিলে ইন্টারনেট ও অ্যাপ্লিকেশন দুনিয়ার আসল অভিজ্ঞতা দিতে পারে।
মেলায় ৭ টি প্যাভিলিয়নে ১৭ টি স্টলে প্রযুক্তি-পণ্য প্রদর্শিত হবে।দেশের প্রথম তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবা ‘টেলিটক থ্রি-জি’ এ মেলার প্রধান পৃষ্ঠপোষক (প্লাটিনাম স্পন্সর)। আর গোল্ড স্পন্সর হিসেবে থাকছে বিশ্বখ্যাত ব্র্যান্ড স্যামসাং এবং সিম্ফনি। সিলভার স্পন্সর আসুস এবং মোবাইল সিকিউরিটি পার্টনার ক্যাসপারস্কি। মেলার সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), এবিসি রেডিও, ট্রন, আজকের ডিল, এখনি ডটকম, বিডিনিউজটুয়েন্টিফোর ডটকম, সময় টিভি এবং প্রিয় ডটকম। মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত । মেলায় প্রবেশমূল্য ফ্রী ।