মঙ্গলবার ● ৮ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » জিবেক্সের হ্যান্ড-ফ্রি ডুয়াল লেজার বারকোড স্ক্যানার
জিবেক্সের হ্যান্ড-ফ্রি ডুয়াল লেজার বারকোড স্ক্যানার
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশের আইটি মার্কেটে নিয়ে এলো বিশ্বখ্যাত জিবেক্স ব্র্যান্ডের জেড-৬০৭০ মডেলের নতুন বারকোড স্ক্যানার। এতে রয়েছে ডুয়াল-লেজার এবং সর্বভাবে নির্দেশমূলক স্ক্যানার প্রযুক্তি, যা ত্বরিৎ এবং নির্ভূল উপাত্ত পড়ায় অভূতপূর্ব ৩২-লাইন স্ক্যান প্যাটার্ণ এবং প্রতি সেকেন্ডে ২৪০০ স্ক্যান করতে সক্ষম। রিয়েল-টাইম হার্ডওয়্যার ডিকোডিংয়ের জন্য এতে রয়েছে জেবেক্সের জেড-স্ক্যান প্রযুক্তি, যা তাৎক্ষণিক ১-ডি বারকোডগুলো সনাক্ত করতে এবং ডিকোডিং করতে সক্ষম। নির্ভূলভাবে বারকোড পড়ার জন্য রয়েছে সিঙ্গেল-লাইন স্ক্যানিং এবং ৪৫-ডিগ্রী স্ক্যান এ্যাঙ্গেল ফিচার। এছাড়া এতে রয়েছে কীবোর্ড, আরএস-২৩২সি, ইউএসবি প্রভৃতি ইন্টারফেস। হ্যান্ড-ফ্রি এই বারকোড স্ক্যানারটির মূল্য রাখা হয়েছে ২৫,০০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৯১৫৪৭৬৩২৯, ৯১৮৩২৯১।