সোমবার ● ৭ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » ‘লোগো এক্সপোজার’ প্রতিযোগিতায় সেরা বাংলাদেশ
‘লোগো এক্সপোজার’ প্রতিযোগিতায় সেরা বাংলাদেশ
অনলাইনে আউটসোর্সিং কাজ দেওয়া-নেওয়ার জনপ্রিয় ওয়েবসাইট ফ্রিল্যান্সার ডট কম (www.freelancer.com) আয়োজিত ‘লোগো এক্সপোজার’ প্রতিযোগিতায় ২০১২ সালে তিনটি বিভাগে সেরা হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্রিন আইটি। সম্প্রতি ফ্রিল্যান্সার ডট কম ওয়েবসাইটে (www.freelancer.com/ competitions/ exposeourlogo2012) ফলাফল প্রকাশ করা হয়।
ফ্রিল্যান্সার ডট কমের লোগোটি কতটা কার্যকরভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যায়, সে বিষয় নিয়েই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীর গ্রিন আইটির প্রধান নির্বাহী এইচ এম মুনাফ মোস্ট এক্সপোজড, মিডিয়া কাভারেজ, মোস্ট ইনোভেটিভ বিভাগে সেরা হয়েছেন। এ দলে আরও আছেন জহুরুল হক ও তাসনিম আল জামি। পুরস্কার হিসেবে মুনাফ ও তাঁর দল পেয়েছে পাঁচ হাজার ডলার।
প্রতিযোগিতার অংশ হিসেবে পাঁচ দিনের বিশেষ আয়োজনে ছিল ফ্রিল্যান্সার ডট কম লোগো খেলার মাঝেমধ্যে প্রদর্শন, রাজশাহী কলেজ প্রাঙ্গণে লোগোর ব্যানার প্রদর্শন, শোভাযাত্রা, শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদর্শন, এক হাজার ৫০০ বর্গফুটের ব্যানার প্রদর্শন। ২০১০ সাল থেকে ফ্রিল্যান্সিংয়ে যুক্ত মুনাফ গ্রিন আইটি নামে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান চালু করেন ২০১২ সালে। তিনি বলেন, ‘আমরা মূলত মোবাইল অ্যাপস, গেমসের কাজ করি। এর বাইরে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিকস ডিজাইনসহ বেশ কিছু কাজও করি।’ এ ছাড়া বর্তমানে সুইডেনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাপস ও গেমস তৈরির কাজ করছেন বলেও জানান তিনি। এইচ এম মুনাফ ছাড়া এবারের প্রতিযোগিতায় বেস্ট কস্টিউম বিভাগে সেরা হয়েছেন আরেক বাংলাদেশি এম এ মুহিত। এ ছাড়া প্রতিযোগিতায় এবার সেরা হয়েছে ফিলিপাইনের এলিজিই ১২৩ নামের একটি প্রতিষ্ঠান। এর আগে একই প্রতিযোগিতায় ২০১১ সালে সেরা হয়েছিলেন বাংলাদেশের শাওন রহমান এবং এসইও প্রতিযোগিতায় সেরা হয়েছিলেন ডেভসটিম লিমিটেড।