রবিবার ● ৬ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » মে মাসে আসতে পারে গ্যালাক্সি এসফোর
মে মাসে আসতে পারে গ্যালাক্সি এসফোর
স্যামসাংয়ের জনপ্রিয় স্মার্টফোনের সিরিজ গ্যালাক্সির পরবর্তী সংস্করণ গ্যালাক্সি এসফোর মে মাসে বাজারে আসতে পারে। গত বছরের মে মাসে গ্যালাক্সি এসথ্রি বাজারে ছেড়েছিল প্রতিষ্ঠানটি। স্যামসাং লেবাননের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।
ওই পেজে বলা হয়, আগামী মে মাসের আগে গ্যালাক্সি এসফোর বাজারে আসার কোনো সম্ভাবনা নেই। এর আগে লেবাননের এক নাগরিক অ্যান্থনি ঘাটাস ফেসবুকে স্যামসাংয়ের পেজে জানতে চেয়েছিলেন, স্যামসাংয়ের গ্যালাক্সি এস ফোর কবে বাজারে আসবে। এরপর স্যামসাংয়ের পক্ষ থেকে এ উত্তর দেয়া হয়।
২০১২ সালের মে মাসে গ্যালাক্সি এস থ্রি বাজারে এসেছিল। এর আগে গ্যালাক্সি এস ও গ্যালাক্সি এসটু বাজারে ছাড়া হয়েছিল যথাক্রমে ২০১০-এর জুন ও ২০১১-এর এপ্রিলে।
স্যামমোবাইল নামের একটি প্রযুক্তি ব্লগ সম্প্রতি একটি স্মার্টফোনের ছবি প্রকাশ করেছে। তারা দাবি করেছে, এটি গ্যালাক্সি এসফোর। সেখানে বলা হয়, স্যামসাংয়ের নতুন ডিভাইসটিতে কোনো বাটন থাকবে না। এ ছাড়া এটি আগেরটির চেয়ে আরও অনেক পাতলা হবে। আর এর ডিসপ্লে হবে আরও শক্তিশালী। ফাঁস হওয়া ছবিটিতে দেখা যায়, গ্যালাক্সি এসথ্রির সঙ্গে নতুনটির মিল রয়েছে। তবে এটি গ্যালাক্সি এসথ্রির চেয়ে কিছুটা বড়। এ ছাড়া ডিভাইসটিতে কোনো বাটনও দেখা যায়নি।
বেশকিছু প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাংয়ের নতুন ডিভাসইিটর ডিসপ্লে হবে ৪ দশমিক ৯৯ ইঞ্চি। এ ছাড়া এতে থাকবে সুপার অ্যামোলেড ডিসপ্লের টাচস্কিন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ স্মার্টফোনটিকে চাইলে বাঁকানোও যাবে। এতে থাকবে ২ গিগাহার্টজের প্রসেসর। এ ছাড়া ক্যামেরার ক্ষমতাও বাড়ানো হবে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। নতুন ডিভাসইিটতে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছে এনডিটিভি। - এসবিবি