শনিবার ● ৫ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » এপ্রিলে মুক্তি পাবে স্টিভ জবসকে নিয়ে নির্মিত চলচ্চিত্র
এপ্রিলে মুক্তি পাবে স্টিভ জবসকে নিয়ে নির্মিত চলচ্চিত্র
টেকগুরু স্টিভ জবসের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র আগামী এপ্রিলে মুক্তি পাবে। চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি এ তথ্য জানিয়েছেন। খবর এপির।
২০১১ সালের অক্টোবরে মারা যান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। এরপর তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু হয়। চলচ্চিত্রটিতে স্টিভ জবসের ভূমিকায় অভিনয় করেন হলিউড অভিনেতা অ্যাস্টন কুচার। এ মাসে সানডান্স ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে। তবে সাধারণের জন্য চলচ্চিত্রটি আগামী এপ্রিলে মুক্তি পাবে। এ চলচ্চিত্র তৈরির সঙ্গে জড়িত ওপেন রোড ফিল্মস এ তথ্য জানিয়েছে।
স্টিভ জবসের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রটির নামও রাখা হয়েছে ‘জবস’। জবসের জীবনের ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সময় এ চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে। এটির চিত্রনাট্য লিখেছেন ম্যাথিউ হুইটলি এবং পরিচালনা করেছেন জোশুয়া মাইকেল স্টার্ন।
জবসের চলচ্চিত্র উত্তর আমেরিকার প্রতিটি প্রেক্ষাগৃহে পৌঁছে দেয়ার জন্য এএমসি এন্টারটেইনমেন্ট ও রিগাল এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি করেছে ওপেন রোড। এ দুই প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের বেশির ভাগ প্রেক্ষাগৃহের মালিক। চুক্তির ফলে মুক্তির পর জবসের চলচ্চিত্র এ দুই প্রতিষ্ঠান তাদের প্রেক্ষাগৃহগুলোয় প্রদর্শন করবে।
ওপেন রোডের প্রধান নির্বাহী কর্মকর্তা টম ওরটেনবার্গ বলেন, ‘আমরা বিশ্বাস করি চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে। প্রত্যেকে যাতে চলচ্চিত্রটি দেখতে পারে, সে ব্যবস্থা আমরা করেছি।’
সনি পিকচার্স স্টিভ জবসের জীবনী নিয়ে আরেকটি চলচ্চিত্র নির্মাণ করছে। জবসের জীবনী নিয়ে লেখা ওয়াল্টার আইজ্যাকসনের বই অনুসরণে এটি নির্মাণ করা হচ্ছে। এটির চিত্রনাট্য তৈরি করছেন অস্কারজয়ী অ্যারন সরকিন। ফেসবুক নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দ্য সোস্যাল নেটওয়ার্ক’র চিত্রনাট্যও লিখেছিলেন অ্যারন সরকিন। - এসবিবি