শনিবার ● ৫ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশ
আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশ
‘প্লাগফেস্ট ডট ওপেন’ শিরোনামে আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবে বাংলাদেশের শিার্থীরা। দি ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (আইইইই) কম্পিউটার সোসাইটি সিঙ্গাপুর, গুগল ডেভেলপার গ্রুপ ও ইনফোকম ডেভেলপমেন্ট অথরিটির যৌথ আয়োজনে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় নিবন্ধের শেষ তারিখ ১১ জানুয়ারি। সিঙ্গাপুরের বাইরে এবারই প্রথম কোনো দেশ হিসেবে বাংলাদেশের শিার্থীরা মর্যাদাপূর্ণ এ প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার সহযোগী হিসেবে রয়েছে কোড অ্যান্ড্রয়েড সিঙ্গাপুর, গুগল ডেভেলপার গ্র”প ঢাকা ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘শিার্থীদের মধ্যে প্রোগ্রামিং-বিষয়ক আগ্রহ বাড়ানো এবং দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে এ ধরনের প্রতিযোগিতা দারুণ উপযোগী।’ প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে www.open.plugfest.asia ঠিকানায়।