শুক্রবার ● ৪ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » ফুজিৎসু’র নতুন লাইফবুক
ফুজিৎসু’র নতুন লাইফবুক
গ্রাফিক্স ডিজাইনার ও কর্পোরেট গ্রাহকদের জন্য জাপানি অরিজিন ফুজিৎসু ব্রান্ডের লাইফবুক দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ফুজিৎসু এলএইচ৫৩২ ভি মডেলের এই লাইফবুকটিতে রয়েছে ২জিবি ডিডিআর থ্রি র্যাম ও ৫০০জিবি হার্ডডিস্ক। এতে আছে তৃতীয় প্রজন্মের কোরআই ফাইভ প্রসেসর ও ২জিবি এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স। এর প্রসেসর সর্বোচ্চ ৩.১ গিগাহার্জ ক্লকস্পিড গতিতে কাজ করে। ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার লাইফবুকটিতে ডিটিএস বুস্ট সফটওয়্যার ব্যবহার করায় এর সাউন্ড কোয়ালিটি ব্যাবহারকারীকে দেয় অনিন্দ্য শব্দানুভূতি। ছয় সেল ব্যাটারি সম্পন্ন লাইফবুকটির ব্যাকআপ সাড়ে ৪ ঘণ্টা পর্যন্ত। বন্ধ অবস্থায়ও লাইফবুকটি এর ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ দেয়া যায়। ব্লু-টুথ- ভি৪.০, ইউএসবি ৩.০, ওয়াই-ফাই, গিগাবিট ল্যান ও ৭২০পি এইচডি ওয়েবক্যাম ছাড়াও বহনযোগ্য পিসির সব ধরনের সুবিধা সম্পন্ন এই লাইফবুকটিতে রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। দাম ৭১ হাজার ৫০০ টাকা। কালো ও ল্যাভেন্ডার তিনটি আকর্ষণীয় রঙের লাইফবুকটির সাথে একটি ক্যারিকেস উপহার দিচ্ছে এর একমাত্র পরিবেশক কম্পিউটার সোর্স। ফোন: ০১৭৩০ ৩৪১৫১৫।