বৃহস্পতিবার ● ৩ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » ব্রাদারের ডুপ্লেক্স ফিচারের ওয়্যারলেস মনোক্রম লেজার প্রিন্টার
ব্রাদারের ডুপ্লেক্স ফিচারের ওয়্যারলেস মনোক্রম লেজার প্রিন্টার
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত ব্রাদারের এইচএল-৬১৮০ডিডব্লিউ মডেলের মনোক্রম লেজার প্রিন্টার। ইউএসবি ২.০ ইন্টারফেসের এই প্রিন্টারটিতে ডুপ্লেক্স ফিচার থাকায় স্বয়ংক্রিয়ভাবে ডকুমেন্টের উভর পাশে প্রিন্ট হয়, যা লিপলেট বা ব্রোশিয়র তৈরীতে সহায়ক। প্রিন্টারটির এ৪ সাইজ পেপারে প্রিন্টের গতি ৪০ পিপিএম, প্রিন্ট রেজ্যুলেশন ১২০০ বাই ১২০০ ডিপিআই, ১২৮ মেগাবাইট মেমোরী, সর্বোচ্চ ৫৫০-শীট পেপার ইনপুট ট্রে। এতে গিগাবিট ইথারনেট এবং ওয়্যারলেস ল্যান (৮০২.১১বি/জি/এন) ইন্টারফেস থাকায় একাধিক কম্পিউটারে নেটওয়ার্কের মাধ্যমে প্রিন্টারটি শেয়ার করে অনায়াসে ব্যবহার করা যায়। এছাড়া প্রিন্টারটিতে এয়ারপ্রিন্ট, গুগল ক্লাউড প্রিন্ট, ওয়াই-ফাই ডাইরেক্ট প্রভৃতি ফিচার থাকায় মোবাইল ডিভাইস থেকেও প্রিন্ট দেয়া সম্ভব। মূল্য রাখা হয়েছে ৩৪,৫০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৯১৫৪৭৬৩২৯, ৯১৮৩২৯১।