বৃহস্পতিবার ● ৩ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » চতুর্থবারের মতো SANOG-এর সম্মেলন হতে যাচ্ছে বাংলাদেশে
চতুর্থবারের মতো SANOG-এর সম্মেলন হতে যাচ্ছে বাংলাদেশে
আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে নয় দিনব্যাপী দক্ষিণ এশীয় নেটওয়ার্ক পরিচালনাকারী অপারেটরস গ্রুপের (South Asian Network Operators Group-SANOG) ২১তম সম্মেলন।এই নিয়ে বাংলাদেশে চতুর্থবারের মতো SANOG-এর সম্মেলন আয়োজিত হচ্ছে ।বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় আর্ন্তজাতিক এই সম্মেলন আয়োজন করছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সম্মেলন প্রধান অতিথি হিসেবে হিসেবে মূল প্রবন্ধ পাঠ করবনে SANOG এর ডাইরক্টের জনোরলে পল উইলসন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইএসপিএবি’র সভাপতি আক্তারুজ্জামান মঞ্জু। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কক্সবাজার লং বিচে। প্রতিবারের মতো এবারের সম্মেলনকেও তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এর সম্মেলন, কর্মশালা এবং প্রশিক্ষণ। বিভিন্ন বিষয় নিয়ে এই সম্মেলনে একাধিক প্রশিক্ষণ এবং কর্মশালার আয়োজন করা হবে। দেশি-বিদেশি উল্লেখযোগ্যসংখ্যক প্রযুক্তিবিদ এসব কর্মশালায় অংশগ্রহণ করবেন। সম্মেলনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত ২৫ ডিসেম্বর থেকে। ২০ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।