সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৫, ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » ৫ই জানুয়ারি শুরু হচ্ছে ই-কমার্স সপ্তাহ
প্রথম পাতা » আইসিটি আপডেট » ৫ই জানুয়ারি শুরু হচ্ছে ই-কমার্স সপ্তাহ
৫৫৭ বার পঠিত
বুধবার ● ২ জানুয়ারী ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫ই জানুয়ারি শুরু হচ্ছে ই-কমার্স সপ্তাহ

৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ই-কমার্স সপ্তাহ
আগামী ৫ জানুয়ারি থেকে ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘ই-কমার্স সপ্তাহ’। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী এ আয়োজনে থাকছে ই-কমার্স বিষয়ক প্রদর্শনী, একাধিক সেমিনার, গোলটেবিল বৈঠক ও কনসার্ট। ‘অনলাইনে কেনাকাটা করুন- যেকোনো কিছু, যেকোনো সময়’(Shop Online: Anything. Anytime) স্লোগানে শুরু হওয়া ই-কমার্স উইক’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান।
এ আয়োজন উপলক্ষে বেসিস সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে আয়োজনের আহ্বায়ক ও বেসিসের সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান বলেন, ই-কমার্সে সপ্তাহের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনসাধরণকে অনলাইনে কেনাকাটা করার ব্যাপারে উৎসাহিত করা, ব্যবসায়ীদের ই-কমার্স কার্যক্রমে অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করা এবং ই-কমার্স বাস্তবায়নে বিদ্যমান সমস্যা মোকাবেলায় নীতি নির্ধারক মহলে আলোচনা ও মতবিনিময়ের আয়োজন করা।
সম্মেলনে জানানো হয়, ই-কমার্স সপ্তাহ উপলক্ষে একাধিক গোলটেবিল বৈঠক, টেকনিক্যাল সেমিনার, বসুন্ধরা সিটি শপিং মল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রচারণা কার্যক্রম পরিচালিত হবে।

এ আয়োজন বিষয়ে বেসিস সভাপতি এ কে এম ফাহিম মাশরুর বলেন, ই-কমার্স কার্যক্রম সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই ন্যাশনাল পেমেন্ট সুইচ চালু করাসহ বেশিকিছু গুরুত্বপূর্ণ নীতি প্রণয়ন করেছে। ই-কমার্স সপ্তাহ আয়োজনের মধ্য দিয়ে আপামর জনসাধারণের দোরগোড়ায় বিভিন্ন পণ্য ও সেবা পৌঁছে দেয়ার একটি সুযোগ তৈরি হবে। যার একটি ইতিবাচক প্রভাব আমাদের অর্থনীতিতেও পড়বে বলে আমরা আশা করছি।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর নাজনীন সুলতানা বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল পেমেন্ট সুইচ চালু করেছে। শুরুতে মাত্র তিনটি ব্যাংক দিয়ে শুরু করলেও আগামী ১ মাসের মধ্যে সবগুলো ব্যাংক এ পেমেন্ট সুইচের আওতায় চলে আসবে। তিনি জানান, ই-কমার্স বিষয়ক কার্যক্রম জনপ্রিয় করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে সম্ভব সব রকম প্রচেষ্টা অব্যাহত আছে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হুমায়ুন কবির,, ব্রাক ব্যাংকের হেড অব কার্ডস তৌফিক হাসান, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের বিভাগীয় প্রধান কামরুজ্জামান এবং এসএসএল কমার্সের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম।

সপ্তাহব্যাপী আয়োজিত ই-কমার্স উইকে থাকছে,  ৫ জানুয়ারি সকাল ১১টায় বেসিস মিলনায়তনে ই-কমার্স বিষয়ক টেকনিক্যাল কনফারেন্স (রুবি অন রেইলস) শীর্ষক সেমিনার। ৬ জানুয়ারি ডেইলি স্টার মিলনায়তনে সকাল ১১টায় ডেইলি স্টারের সাথে যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘ই-কমার্স ইন বাংলাদেশ: হাউ রেডি আর উই?’ শীর্ষক সেমিনার। একই দিনে ৬টায় বেসিস মিলনায়তনে থাকছে ‘সেশন বাই গুগল বিজনেস গ্র”প অন ই-কমার্স’ শীর্ষক আয়োজন। ৭ জানুয়ারি বিকেল ৪টায় রুপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত হবে ‘ই-কমার্স অ্যাজ দি বিজনেস ড্রাইভার:পটেনশিয়ালস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক গোলটেবিল বৈঠক। এছাড়া একই দিনে সকাল ১০.৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ই-কমার্স প্রদর্শণী’ এবং দুপুর হবে বিশেষ কনসার্ট। ৮ জানুয়ারি সকাল ১০.৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকছে ‘এক্সিবিশন অন ই-কমার্স’ এবং বিজনেস ফ্যাকাল্টি মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ই-কমার্স: নিউ ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ অপর্চুনিটি’ শীর্ষক সেমিনার। ৯ জানুয়ারি সিটিও ফোরামের সাথে যৌথ উদ্যোগে বিকেল ৪টায় বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ন্যাশনাল পেমেন্ট সিস্টেম সুইচ অ্যান্ড নিউ অর্পচুনিটি ফর ই-কমার্স’ শীর্ষক গোলটেবিল বৈঠক। ১০ জানুয়ারি বিকেল ৪টায় বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘অনলাইন বিজনেস: অর্পচুনিটি ফর এসএমই এন্টারপ্রিনিয়র’ শীর্ষক সেমিনার এবং আইইউবি ক্যাম্পাসে থাকছে ‘স্টার্টআপ উইকেন্ড’। ১১ ও ১২ জানুয়ারি বসুন্ধরা সিটি মলে অনুষ্ঠিত হবে ‘এক্সিবিশন অন ই-কমার্স’ শীর্ষক আয়োজন এবং ১২ জানুয়ারি বিকেলে ধানমন্ডীর রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে ‘ই-কমার্স কনসার্ট’।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশে যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’
৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০২৪
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০