সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » দিনে ৩০০ মিনিটের বেশি বহির্গামী কল হলে সিম বন্ধের নির্দেশ বিটিআরসির
প্রথম পাতা » আইসিটি আপডেট » দিনে ৩০০ মিনিটের বেশি বহির্গামী কল হলে সিম বন্ধের নির্দেশ বিটিআরসির
৫৯০ বার পঠিত
বুধবার ● ২ জানুয়ারী ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিনে ৩০০ মিনিটের বেশি বহির্গামী কল হলে সিম বন্ধের নির্দেশ বিটিআরসির

দিনে ৩০০ মিনিটের বেশি বহির্গামী কল হলে সিম বন্ধের নির্দেশ বিটিআরসির।। সুমন আফসার ।। দিনে ৩০০ মিনিটের বেশি বহির্গামী (আউটগোয়িং) কল করা হয়, এমন সেলফোন নম্বর বন্ধে দেশের ছয় সেলফোন অপারেটরকে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগে এ বিষয়ে নির্দেশনা থাকলেও তা যথাযথভাবে পালন করেনি অপারেটররা। অবৈধ ভিওআইপি বন্ধের পদক্ষেপ হিসেবে সম্প্রতি এ বিষয়ে আবার নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সদিচ্ছা থাকলে অপারেটররা অস্বাভাবিক কল নিয়ন্ত্রণ করতে পারে। তবে বাস্তবতা হলো, তারা তা করছে না। এ জন্য অস্বাভাবিক কল বন্ধে সেলফোন অপারেটরদের নতুন করে নির্দেশনা দেয়া হয়েছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, ভিওআইপি শনাক্ত করতে সব সেলফোন অপারেটরের সঙ্গে আলোচনা করে একটি পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। এ জন্য ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) থেকে পাওয়া প্রতিবেদন অনুসরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে প্রতিদিন কোনো সিম থেকে ৩০০ মিনিটের (৫ ঘণ্টা) বেশি বহির্গামী কলকে অস্বাভাবিক বলে শনাক্ত করা হয়।
বর্তমানে গেটকো এবং এমঅ্যান্ডএইচ নামের দুটি আইসিএক্স প্রতিদিন সেলফোন অপারেটরদের যেসব সিম থেকে ৩০০ মিনিটের বেশি বহির্গামী কল করা হয় তার তালিকা তৈরি করে কমিশনে পাঠায়। গত ২৭ অক্টোবর দেয়া তালিকা অনুযায়ী, সেলফোন অপারেটরদের মোট ২১ হাজার ৩০০ সিম থেকে ৩০০ মিনিটের বেশি বহির্গামী কল করা হয়। এর মধ্যে সর্বোচ্চ নম্বর ব্যবহার করা হয়েছে বাংলালিংকের। প্রতিষ্ঠানটির ১২ হাজার ৩৮টি নম্বর এ জন্য ব্যবহার হয়েছে, যা মোট সিমের ৫৬ দশমিক ৫২ শতাংশ। এসব নম্বরের মধ্যে ৫২১টি নম্বর এসেছে একাধিকবার। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত সেলফোন অপারেটর টেলিটক। প্রতিষ্ঠানটির ৮ হাজার ৪৮৬টি সিম অস্বাভাবিক বহির্গামী কলে ব্যবহার হয়েছে। এ কাজে রবির সিম ব্যবহার হয়েছে ৭৪৭টি। তালিকা অনুযায়ী, গ্রামীণফোনের ১৮ ও এয়ারটেলের ১১টি এ ধরনের সিম শনাক্ত করা হয়েছে। একই দিন সিটিসেলের এ ধরনের কোনো সংযোগ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, অবৈধ ভিওআইপি বন্ধে বেশকিছু লজিকের মাধ্যমে সেলফ রেগুলেটরি পদ্ধতি গ্রহণ করেছে বিটিআরসি। আর এটি ইতিবাচক ভূমিকাও রেখেছে। ফলে প্রতিদিন বিদেশ থেকে বৈধ পথে আসা কলের পরিমাণও বেড়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৪ কোটি মিনিট আন্তর্জাতিক কল দেশে আসছে। - এসবিবি



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
শেষ হলো জনসংযোগ কর্মকর্তাদের ডিজিটাল ভেরিফিকেশন এন্ড ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ
পহেলা বৈশাখ উপলক্ষ্যে পাঠাও এর বাংলা ফুড ফেস্ট
বাজারে নতুন স্মার্টফোন অপো রেনো১৩ ৫জি
সফোস’র ২০২৫ সালের অ্যাক্টিভ অ্যাডভারসারি রিপোর্ট প্রকাশ
শুরু হচ্ছে দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫
বাংলালিংকের ডেপুটি সিইও হিসেবে নিয়োগ পেলেন জহরত আদিব চৌধুরী
বিটিআরসিতে ইউনিভার্সেল একসেপ্টেন্স ডে-২০২৫ উদযাপিত: উন্মোচিত হলো .বাংলা ডোমেইনে ই-মেইল ব্যবহার
চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি
প্রদান করা হলো ডিআইইউ এজেন্টিক এআই এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫
বাজারে লেক্সার এর নতুন ইন্টারনাল এসএসডি