মঙ্গলবার ● ১ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সিএসএম নেপাল জয়ী তিন জন
সিএসএম নেপাল জয়ী তিন জন
প্রথম কম্পিউটার কেনার ‘গল্পকথা’ লিখে ২ দিন ৩ রাত গিরিকন্যা নেপাল ভ্রমনের জন্য নির্বাচিত হয়েছেন আরফাত উল হক, সাখাওয়াত হোসেন এবং আজিজুল আলম আল আমিন। দেশের তথ্য-প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স এর উদ্যোগে আয়োজিত অনলাইনে গল্প লেখা প্রতিযোগিতায় ফেসবুক বন্ধুদের রায়ে চূড়ান্ত পর্বে ২০১৮ ভোট পেয়ে আরাফাত উল হক প্রথম, ১৬১৩ ভোট পেয়ে সাখওয়াত হোসেন দ্বিতীয় এবং ১০৫৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আজিজুল আলম আল আমিন।
প্রসঙ্গত, কম্পিউটার সোর্স এর আয়োজনে এই প্রতিযোগিতার স্পন্সর কম্পিউটারের অন্যতম দেশীয় ব্রান্ড সিএসএম। প্রতিযোগিতা সময়কালে মাত্র দেড় মাসে জমা পড়ে সহস্্রাধিক ‘গল্পকথা’। দুই দফা বিচার কাজ শেষে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে গত ২৪ ডিসে¤র পাঠকের রায়ের জন্য র্যানডম মেথড ব্যবহার করে ফেসবুকে সবার জন্য উন্মুক্ত করা হয় ২৫টি গল্পকথা। অনলাইন পাঠকদের জন্য লেখাগুলো প্রযুক্তিলিপি ব্লগেও প্রকাশ করা হয়। নির্বাচিত এসব গল্পকথার মধ্য থেকে সেরা তিনটি লেখা নির্বাচন করেন কম্পিউটার সোর্স এর প্রায় এক লাখ ( ৯২ হাজার ১৬৬ জন) ফেসবুক বন্ধু।