মঙ্গলবার ● ১ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » ইন্টারনেট ব্যবহারে শীর্ষে অ্যাপলের আইপ্যাড
ইন্টারনেট ব্যবহারে শীর্ষে অ্যাপলের আইপ্যাড
ট্যাবলেট কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের পরিসংখ্যানে শীর্ষ অবস্থান ধরে রেখেছে অ্যাপলের আইপ্যাড। সম্প্রতি জরিপ প্রতিষ্ঠান ছিটিকার উদ্যোগে উত্তর আমেরিকার কয়েকটি দেশে জরিপ চালানো হয়। জরিপ মতে, ট্যাবলেট কম্পিউটার থেকে ৯০.৮৬ ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। অন্যদিকে ৪.৮৮ ভাগ ব্যবহারকারী নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে অ্যামাজন কিন্ডল ফায়ার। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ট্যাবলেটের মধ্যে উঠে এসেছে স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব [৩.০৪ ভাগ] এবং গুগলের নেক্সাস ট্যাব [১.২২ ভাগ]। চলতি বছরের ডিসেম্বরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় এ জরিপ চালানো হয় বলে জানিয়েছেন। ছিটিকা মুখপাত্র গাবে দোনি্ননি। গত সেপ্টেম্বরে আইফোন ৫ আগমনের আগে অনুরূপ জরিপে ৯১ ভাগ ব্যবহারকারী নিয়ে শীর্ষে ছিল অ্যাপলের আইপ্যাড। আর ট্যাবলেট কম্পিউটার বাণিজ্যের ৩২ ভাগ অ্যাপলের দখলে ছিল।