সোমবার ● ৩১ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ইন্টারনেট নিয়ন্ত্রণে নতুন আইন করেছে চীন
ইন্টারনেট নিয়ন্ত্রণে নতুন আইন করেছে চীন
ইন্টারনেট নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়ন করেছে চীন সরকার। নতুন আইনের ফলে সরকারের চাহিদা অনুযায়ী অনলাইনে বিতর্কিত যে কোনো কনটেন্ট মুছে দিতে বাধ্য থাকবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। পাশাপাশি ইন্টারনেট থেকে অপসারিত কনটেন্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করতে হবে। ইন্টারনেট অধিকারের ওপর নতুন এই বিধিনিষেধ আরোপ চীনা ব্যবহারকারীদের জন্য নতুন খঙ্গ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখন থেকে ব্যবহারকারীদের প্রকৃত নামেই ইন্টারনেটে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। ভুয়া নামে ইন্টারনেটে যে কোনো সেবা প্রদানকারী সাইটে অ্যাকাউন্ট খুললে শাস্তির বিধান রাখা হয়েছে। মূলত চীনা সরকারের সব ধরনের সমালোচনা থেকে বিরত রাখতে ইন্টারনেটে এমন কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চীনের সাধারণ ব্যবহারকারীরা নতুন এই আইনকে মত প্রকাশে স্বাধীনতা হরণ এবং মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। তবে এতে কর্ণপাত করছে দেশটির সরকার।