সোমবার ● ৩১ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করবে ভারত
নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করবে ভারত
ভারতের ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (ডিআরডিও) নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির ঘোষণা দিয়েছে। ‘ভারত অপারেটিং সিস্টেম সলিউশনস’ সংেেপ ‘বস’ নাম হবে নতুন অপারেটিং সিস্টেমটির। এর মাধ্যমে ভারতের মানুষ নিজস্ব ভাষায় কম্পিউটারে অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবে। সম্প্রতি সিস্টেমটির বিশেষ বৈশিষ্ট্যের কথা প্রকাশ করেছে ডিআরডিও। ওই অপারেটিং সিস্টেমে যা কিছু থাকবে তা লিনাক্স ও উইন্ডোস অপারেটিং সিস্টেমের চেয়ে ব্যতিক্রমী হবে। দেশের তথ্যের নিরাপত্তা ও প্রযুক্তির উৎকর্ষে অবদান রাখতে ইতোমধ্যে কাজ শুরু করেছেন ভারতের প্রযুক্তিবিদেরা।
তা ছাড়া তথ্যপ্রযুক্তির েেত্র এখন আর বিদেশী অপারেটিং সিস্টেমের ওপর নির্ভরশীল থাকতে রাজি নয় ভারত। প্রায় ১৮ মাস ধরে চলছে নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির কাজ। এ প্রচেষ্টায় যোগ দিয়েছেন ১৫০ জন ইঞ্জিনিয়ার। এ অপারেটিং সিস্টেমটি ভারতের সাইবার প্রতিরায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে করছেন প্রযুক্তিবিদেরা।