রবিবার ● ৩০ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » জমজমাট আয়োজনে শেষ হল ‘বিসিএসআইসিটিওয়ার্ল্ড ২০১২’
জমজমাট আয়োজনে শেষ হল ‘বিসিএসআইসিটিওয়ার্ল্ড ২০১২’
গতকাল শনিবার শেষ হল দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১২’। পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর মেলা প্রাঙ্গণে প্রতিদিনই ছিল প্রযুক্তি প্রেমীদের উপচে পড়া ভিড়। ‘দিন বদলের দীক্ষা, প্রযুক্তি আর শিক্ষা’ শ্লোগানে বাংলাদেশ কম্পিউটার সমিতি এ প্রদর্শনী আয়োজন করে। ২৫ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রদর্শনী উদ্বোধন করেন।
প্রদর্শনীতে শনিবার সেলিব্রেটি শো’তে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী। দর্শকদের সঙ্গে আড্ডার ফাঁকে ফাঁকে গানও শুনিয়েছেন তিনি। আর দর্শকরাও বেশ উপভোগ করেছেন তার সঙ্গ। শেষ দিন বলেই হয়তো এদিন কুইজ প্রতিযোগিতাগুলোতে অংশ নিতে প্রতিযোগীদের ভিড় সামলাতে বেশ বেগ পেতে হয়েছে নিরাপত্তাকর্মীদের। আর স্মার্ট ফোনসহ আকর্ষনীয় পুরস্কার বাগিয়ে নিতে চলেছে তুমুল লড়াই।
বিসিএস, বিজনেস ল্যান্ড লিমিটেড, আসুস ও প্রিয়.কমের সৌজন্য এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বেলা ৩টায় অনুষ্ঠিত হয় ক্রেস্ট বিতরণ পর্ব। প্রদর্শনীর প্রদর্শকদের হাতে তুলে দেয়া হয় শুভেচ্ছা স্মারক। আর তা তুলে দেন বিসিএসের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। অনুষ্ঠানে বিসিএস সভাপতি জনাব মো: ফয়েজউল্যাহ খান, সহ-সভাপতি জনাব মো: মঈনুল ইসলাম, মহাসচিব ও প্রদর্শনীর আহ্বায়ক জনাব মো: শাহিদ-উল-মুনীর, কোষাধ্যক্ষ জাবেদুর রহমান শাহীন ও পরিচালক মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।