বুধবার ● ২৬ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রযুক্তির সম্মিলন ঘটাতে হবে : ইনু
ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রযুক্তির সম্মিলন ঘটাতে হবে : ইনু
চট্টগ্রাম অফিস যুবসমাজ ও তথ্যপ্রযুক্তির সম্মিলন ঘটাতে না পারলে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘তথ্যপ্রযুক্তি সাধারণ মানুষের কাছে পেঁৗছানোর মাধ্যমে তাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ সুবিধা রাষ্ট্রকেই সৃষ্টি করতে হবে। এজন্য যুবসমাজকে তাদের দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গঠন করতে এগিয়ে আসতে হবে।’ সোমবার রাতে নগরীর একটি হোটেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘১৫তম আন্তর্জাতিক কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের দারিদ্র্য ও পরিবেশ বিপর্যয়সহ নানা সমস্যা থেকে রক্ষা পেতে বিভিন্ন যুদ্ধে অবতীর্ণ হতে হচ্ছে। মুক্তিযুদ্ধের আগে যেমন বিজয়ের যুদ্ধ ছিল, স্বাধীনতার পর দেশ গড়ার পরবর্তীতে সামরিক সরকারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধ। বর্তমানে বৈশ্বিক যুগে তথ্যপ্রযুক্তি আয়ত্ত করা না গেলে প্রতিযোগিতার যুদ্ধে জয়ী হওয়া যাবে না।’