সোমবার ● ২৪ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » আগামীকাল বিসিএসআইসিটিওয়ার্ল্ড ২০১২ শুরু
আগামীকাল বিসিএসআইসিটিওয়ার্ল্ড ২০১২ শুরু
বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনে আগামী ২৫ থেকে ২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে হালনাগাদ তথ্যপ্রযুক্তিপণ্যের আন্তর্জাতিক মানের জমকালো প্রদর্শনী ‘বিসিএসআইসিটিওয়ার্ল্ড ২০১২’। ‘দিন বদলের দীক্ষা, প্রযুক্তি আর শিক্ষা’ শ্লোগানে আয়োজিত এ প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির ৫২টি দেশী-বিদেশী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। থাকছে ৯০টি স্টল এবং ১৫টি প্যাভিলিয়ন। এ উপলক্ষে গত রবিবার বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।প্রদর্শনী প্রাঙ্গণে থাকবে উত্সবমূখর ইভেন্ট কর্নার, যাতে থাকবে-সেলিব্রেটি শো, কুইজ প্রতিযোগিতা, প্রোডাক্ট শো, জাদু প্রদর্শনী, কৌতুক পরিবেশনা ইত্যাদি। প্রদর্শনী উপলক্ষে আয়োজন করা হয়েছে এক্সক্লুসিভ ওয়েব ফেয়ার। এতে থাকবে প্রদর্শনীর প্রতি মুহূর্তের আলোকচিত্র, অনুষ্ঠানাদির সময়সূচি, প্রদর্শনীর স্পন্সর ও প্রদর্শক এবং তাদের পণ্য সামগ্রীর তালিকা, প্রতিদিনের বিশেষ অফার, বিভিন্ন প্রতিযোগিতাসহ প্রদর্শনীর সব আয়োজন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টার পর্যন্ত চলবে এই মেলা।