রবিবার ● ২৩ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » তারহীন ৬ ডিভাইস সংযুক্ত সুবিধার লজিটেক কি-বোর্ড
তারহীন ৬ ডিভাইস সংযুক্ত সুবিধার লজিটেক কি-বোর্ড
সর্বোচ্চ ৬টি ডিভাইস সংযোগ সুবিধার ইউনিফাইয়িং রিসিভার সমন্বিত তারহীন প্রযুক্তির কি-বোর্ড বাজারে এনেছে কম্পিউটার সোর্স। লজিটেক কে-২৩০ মডেলের স্লিক ও কাস্টমাইজ ডিজাইনের কি-বোর্ডটিতে ব্যাবহার করা হয়েছে ২.৪ গিগাহার্জ অ্যাডভান্স ওয়্যারলেস প্রযুক্তি। পিসি থেকে ১০ মিটার দূরে বসেও আঙুলের সাথে মানানসই কি-সমন্বিত লজিটেক কি-বোর্ড দিয়ে স্বাচ্ছন্দে টাইপ করা যায় অনায়াসে। তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যুক্তি কি-বোর্ডটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাল্টিকানেক্টেবল ইউনিফাইয়িং রিসিভার। কেননা এই রিসিভার দিয়ে এক সাথে সংযুক্ত করা যায় ছয়টি ওয়্যারলেস ডিভাইস। তাই আগে ব্যবহৃত কোনো ওয়্যারলেস পণ্যের ‘ডঙ্গল’ হারিয়ে যাওয়ায় অকেজো পড়ে থাকলে এই কি-বোর্ডটি কিনলে সেটিও ব্যবহার উপযোগি হয়ে থাকবে। তবে এ জন্য ডিভাইসটি অবশ্যই ইউনিফায়িং প্রডাক্ট হতে হবে। লজিটেক কে-২৩০ কি-বোর্ডর দাম ১৫শ’ টাকা। বিস্তারিত ০১৭৩০৩৩৪১৬৫।