রবিবার ● ২৩ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » শত কোটি বার দেখার রেকর্ড গড়ল সাইয়ের গ্যাংনাম স্টাইল !
শত কোটি বার দেখার রেকর্ড গড়ল সাইয়ের গ্যাংনাম স্টাইল !
ভিডিও শেয়ারিং জায়ান্ট ইউটিউবে দক্ষিণ কোরিয়ার পপ সিঙ্গার সাইয়ের মিউজিক ভিউিও গ্যাংনাম স্টাইল দর্শকরা ১ কোটি বার দেখার রেকর্ড গড়েছে। এর আগে গত মাসে ইউটিউবে সবচেয়ে বেশি বার দর্শকদের আমোদিত করার রেকর্ড গড়ে ছিল গ্যাংনাম স্টাইল।জানা যায়, চলতি বছর ১৫ জুলাই প্রথমবারের মতো ‘গ্যাংন্যাম স্টাইল’ ভিডিওটি ইউটিউব-এ দেওয়া হয়। ওই মাসেই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে জনপ্রিয়তা ভিডিওটি।
বাংলাদেশ সময় গতকাল শুক্রবার রাত ১১টা ৫০ এ যখন শত কোটি বারের মতো ভিডিওটি দেখা হয়, সেই মুহূর্তটি ইউটিউব উদযাপন করে তাদের লোগোর সঙ্গে সাইয়ের একটি নৃত্যরত ডুডল যুক্ত করে।
এর আগে গত মাসেই কানাডার শিল্পী জাস্টিন বিবারের ‘বেবি’ গানের ভিডিওকে পেছনে ফেলে সবচেয়ে বেশিবার দেখা ইউটিউবি ভিডিওতে পরিণত হয় ‘গ্যাংনাম স্টাইল’।
ইউটিউবে এই সাফল্য সাইয়ের নিজের কাছেও যেন অবিশ্বাস্য।এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা স্বপ্নেও ভাবিনি এক মিলিয়ন(১০ লাখ) দর্শকও এটা দেখবে। আর এখন এক বিলিয়ন! এটা কি সত্যিই আমাদের সেই শো!”
‘গ্যাংনাম স্টাইল’ ভিডিওতে অদ্ভুত পোশাক ও সানগ্লাস চোখে অংশগ্রহণকারীদের কোরীয় ভাষায় র্যাপ গানের সঙ্গে অদ্ভুত ভঙ্গিতে নাচতে দেখা যায়। কোনো মানুষ অদৃশ্য এক ঘোড়ায় ওঠে দাবড়ে বেড়াচ্ছেন- এমনই তাদের ভঙ্গি।
এই গানের কল্যাণেই প্রথম কোরীয় পপ শিল্পী হিসাবে যুক্তরাষ্ট্রের মূল ধারার সংগীতের বাজারে সাফল্য পান সাই। ইতোমধ্যে তিনি গানটির নামকরণ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার জৌলুসের শহর গ্যাংনাম-এর নামে। আর শিল্পী সাইয়ের প্রকৃত নাম পার্ক জে স্যাং।
সম্প্রতি তিনি শো করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামার সামনে। দেখা হয়েছে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গেও।
গত মাসে এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডও জিতে নিয়েছে গ্যাংনাম স্টাইল। রয়টার্স।