সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৪, ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ২২ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » গুগল ও অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামছে এইচটিসি
প্রথম পাতা » আইসিটি আপডেট » গুগল ও অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামছে এইচটিসি
৫২৪ বার পঠিত
শনিবার ● ২২ ডিসেম্বর ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুগল ও অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামছে এইচটিসি

HTC,এইচটিসিস্মার্টফোনের পাশাপাশি এবার ট্যাবলেটের বাজারে নামার পরিকল্পনা করছে এইচটিসি। উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেট তৈরির মাধ্যমে ৬ হাজার ৩২০ কোটি ডলারের ট্যাবলেট বাজারে গুগল ও অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি বিজনেস উইককে এ তথ্য জানান।
প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ১২ ইঞ্চি ও ৭ ইঞ্চির দুটি মডেলের ট্যাবলেট তৈরির কাজ করছে এইচটিসি। এগুলো দিয়ে ফোনকলও করা যাবে। এগুলোয় ব্যবহার করা হবে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
বর্তমানে ট্যাবলেটের বাজারে আধিপত্য করছে গুগলের অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএস সিস্টেম। আইপ্যাড, নেক্সাস, অ্যামাজনের কিন্ডেল ও স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাবলেট এ বাজারের বেশির ভাগ দখল করে রেখেছে। অন্যদিকে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে এ বাজার দখলের চেষ্টা করছে। এইচটিসি উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে ট্যাবলেট তৈরির পরিকল্পনা করায় একটি শক্তিশালী মিত্র পেল মাইক্রোসফট।
বর্তমানে ট্যাবলেটের বাজার ৬ হাজার ৩২০ কোটি ডলার। গবেষণা সংস্থা এনপিডির প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সাল নাগাদ এ বাজারের আকার দাঁড়াবে ১২ হাজার ৩৫০ কোটি ডলার। বর্তমানে এ বাজারে মাইক্রোসফটের দখল মাত্র ২ দশমিক ৯ শতাংশ। এর বিপরীতে গুগল ও অ্যাপল এ বাজারের ৮০ শতাংশেরও বেশি দখল করে রেখেছে।
আগামী বছরে এইচটিসির ট্যাবলেট বাজারে আসবে বলে ওই কর্মকর্তা জানান। এতে ব্যবহার করা হবে উইন্ডোজ আরটি অপারেটিং সিস্টেম ও এআরএম হোল্ডিংসের চিপ। এ ছাড়া এ ট্যাবলেটের আরেকটি সংস্করণে ইন্টেলের চিপ ব্যবহার করা হবে।
৭ ইঞ্চির ট্যাবলেটটি দিয়ে আইপ্যাড মিনি, অ্যামাজনের কিন্ডেল ফায়ার ও গুগলের নেক্সাস ৭-এর সঙ্গে লড়াইয়ের পরিকল্পনা করছে এইচটিসি। এ বিষয়ে এইচটিসি ও মাইক্রোসফটের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো তথ্য জানাননি।
আগামী বছরের তৃতীয় প্রান্তিকে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম ও ইন্টেলের চিপ ব্যবহার করে ট্যাবলেট বাজারে ছাড়বে এইচপিসি। তবে এর দাম অপেক্ষাকৃত বেশি রাখা হবে বলে জানান ওই কর্মকর্তা। উইন্ডোজ ৮চালিত ট্যাবলেটের দাম ১ হাজার ডলার রাখা হতে পারে বলে তিনি জানান।
ট্যাবলেটের জন্য এ দাম অনেক বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে মাইক্রোসফটের নিজস্ব সারফেস প্রো ট্যাবলেটের দাম ৮৯৯ ডলার।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশে যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’
৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০২৪
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০