বৃহস্পতিবার ● ২০ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ব্রডব্যান্ডের ন্যূনতম গতি ১ এমবিপিএস করবে বিটিআরসি
ব্রডব্যান্ডের ন্যূনতম গতি ১ এমবিপিএস করবে বিটিআরসি
দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের ন্যূনতম গতি ১ মেগাবিটস পার সেকেন্ড (এমবিপিএস) নির্ধারণ করে দিতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। সেলফোন ব্যবহারকারীর সংখ্যা গত কয়েক বছরে বাড়লেও ডাটা ব্যবহারের হার এখনো অনেক কম। এ ক্ষেত্রে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। গতকাল বিটিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোস।
গত ৩ থেকে ১৪ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কনফারেন্স অন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন্সে (ডব্লিউসিআইটি) নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সুনীল কান্তি বোস বলেন, বিশ্বের অনেক দেশেই ব্রডব্যান্ড ইন্টারনেটের ন্যূনতম গতি ১০ এমবিপিএস। বাংলাদেশে বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেটে যে গতি তাতে মোটেও আন্তর্জাতিকমান অনুসরণ করা হচ্ছে না। দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের ন্যূনতম গতি ১ এমবিপিএস করা হবে।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, টেলিযোগাযোগ খাতের অবকাঠামো শক্তিশালী করা প্রয়োজন। এ ক্ষেত্রে এখনো দুর্বলতা রয়েছে। ক্যাবলের মাধ্যমে এ যোগাযোগব্যবস্থার মূল কাঠামো তৈরিকে প্রাধান্য দেয়া হচ্ছে। এ জন্য দেশব্যাপী ফাইবার অপটিক নেটওয়ার্ক তৈরির কাজ চলছে। পাশাপাশি যেসব এলাকায় ক্যাবলের মাধ্যমে যোগাযোগ স্থাপন সম্ভব নয়, সেখানে তারবিহীন ওয়াইম্যাক্স ও ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে সংযোগ স্থাপন করা হচ্ছে।
সুনীল কান্তি বোস জানান, থ্রিজি সেবা শিগগিরই চালুর বিষয়ে কাজ চলছে। আগামী সপ্তাহে থ্রিজি নিলামের ভিত্তি মূল্য চূড়ান্ত হবে বলে জানান তিনি। সেলফোন অপারেটরদের অডিট প্রসঙ্গে বিটিআরসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিকমানের নিরীক্ষার জন্য নতুন করে দরপত্র আহ্বান করা হবে। আগের দরপত্র সে কারণে বাতিল করা হয়েছে। গ্রামীণফোনের অডিটের বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতের আদেশের পরই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিটিআরসি। সেবার মান নিশ্চিত করার বিষয়ে আগামী সপ্তাহে অপারেটরদের সঙ্গে বসবে নিয়ন্ত্রক সংস্থা।
তিনি বলেন, দুবাই সম্মেলনে নেয়া এক বিশেষ সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ডাটা ট্রানজিট সার্ভিস চালুর সুযোগ পাবে বাংলাদেশ। এর মাধ্যমে প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানকে ফাইবার অপটিক ক্যাবল সংযোগের সুবিধা দেয়া সম্ভব হবে।