বৃহস্পতিবার ● ২০ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » শুরু হলো ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১২
শুরু হলো ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১২
বাংলাদেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে শুরু হলো ৬ দিনব্যাপী ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১২।
মেলার আমন্ত্রিত প্রধান অতিথি মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তার পক্ষে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।অনুষ্ঠানে তিনি বলেন, একটি দেশকে সামনে এগিয়ে নিতে ব্রান্ডিং ভীষণ জরুরি। মাননীয় প্রধানমন্ত্রী সেজন্য ‘ডিজিটাল বাংলাদেশ’এর কর্মসূচি ও ‘ভিশন ২০২০’ ঘোষণা করেছেন। এবার বাংলাদেশের একটি নতুন পরিচয় দাঁড় করাতে সরকারি সেক্টরের পাশাপাশি বেসরকারি সেক্টর ও ব্যবসায়ীদের ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর উপাচার্য জনাব ড. জামিলুর রেজা চৌধুরী, এসোসিও’র সভাপতি জনাব আব্দুল্লাহ এইচ কাফী, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর সভাপতি জনাব মোঃ ফয়েজউল্যাহ খান, কিউবি’র সিইও জনাব ফায়সাল হায়দার, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম-এর সভাপতি জনাব মুহাম্মদ খান, বাংলাদেশ দোকান মালিক সমিতি’র মহাসচিব জনাব এস.এ. কাদের কিরণ, বৃহত্তর এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতি’র সভাপতি জনাব মোতাহার হোসেন মুক্তা, এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতি’র সভাপতি জনাব মো. আমির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে এ মেলা বিশেষ ভূমিকা রাখবে। তথ্য প্রযুক্তির বিকাশ ও তথ্য প্রযুক্তি পণ্য দেশবাসীর কাছে পরিচিত করার ক্ষেত্রে এ মেলা কার্যকরী অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা। বক্তারা বলেন, বিশ্বজুড়ে পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ প্রযুক্তি পণ্য ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ। সারা বিশ্বেই এ বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো একারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে একটি কম্পিউটার মেলার মাধ্যমে শুধু প্রযুক্তি পণ্য কেনাবেচাই নয়, প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রযুক্তি বর্জ্যরে ব্যাপারে জনসচেতনতা তৈরি করা এবং সবুজ পৃথিবী গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানোর জন্য মাল্টিপ্ল্যান সেন্টার কৃতিত্বের দাবিদার।
মেলার গোল্ড স্পন্সর ছিল ওয়্যারলেস ব্রডব্যান্ড সাপোর্ট প্রোভাইডার কিউবি। স্পন্সর হিসেবে আরো রয়েছে, আসুস, গিগাবাইট, বুলগার্ড, লজিটেক, ফুজিৎসু ও টিপ-লিংক। ইলেকট্রনিক মিডিয়া পার্টনার এটিএন নিউজ। প্রিন্ট মিডিয়া পার্টনার কালের কণ্ঠ। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন নিউজ পার্টনার ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম।