সোমবার ● ১৭ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » শেয়ার বাজারে কারসাজি রোধে সফটওয়্যার চালু
শেয়ার বাজারে কারসাজি রোধে সফটওয়্যার চালু
শেয়ারবাজারে কারসাজি রোধে নিজস্ব পর্যবেক্ষণ সফটওয়্যার চালু করেছে নিয়ন্ত্রক সংস্থা (এসইসি)। আজ সোমবার দুপুর পৌনে তিনটায় সফটওয়্যারের কার্যক্রম উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।উল্লেখ্য, সার্ভিলেন্স সফটওয়ারটির মাধ্যমে এসইসি লেনদেনের সব তথ্য সঙ্গে সঙ্গে জানতে পারবে। ফলে লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম বন্ধ হয়ে যাবে।
গত ৫ সেপ্টেম্বর থেকে এ সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) থেকে তথ্য নেয়ার কাজ শুরু করা হয়। ১ নভেম্বর থেকে লেনদেন চলার সময় দুই স্টক এক্সচেঞ্জ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা শুরু করে এসইসি।
এরপর গত ৬ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে সার্ভিল্যান্স সফটওয়্যার চালানোর সিদ্ধান্ত নেয় এসইসি। তবে পদ্ধতিগত কিছু জটিলতার কারণে তা সম্ভব হয়নি