সোমবার ● ১৭ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো স্যামসাং করপোরেট নাইট
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো স্যামসাং করপোরেট নাইট
প্রযুক্তিপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান স্যামসাংয়ের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘স্যামসাং করপোরেট নাইট’। গত বৃহস্পতিবার ঢাকার রূপসি বাংলা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে করপোরেট পর্যায়ে স্যামসাংয়ের প্রযুক্তিপণ্য ব্যবহারকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের জেনারেল ম্যানেজার সংওয়া সং। তিনি বলেন, ‘স্যামসাং ক্রেতাদের জন্য নিত্যনতুন প্রযুক্তি বাজারে আনার পাশাপাশি সর্বোচ্চ গ্রাহকসেবাও নিশ্চিত করছে শুরু থেকেই এরই ধারাবাহিকতায় প্রতিনিয়ত প্রযুক্তিপণ্য ব্যবহারকারীদের জন্য অত্যাধুনিক পণ্য বাজারে আনছে স্যামসাং।’
অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ম্যানেজার মোহাম্মদ বিন কাইয়ুম স্যামসাংয়ের বিভিন্ন প্রযুক্তিপণ্যের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, স্যামসাং সব ধরনের ক্রেতার সুবিধার কথা মাথায় রেখে প্রযুক্তি বাজারে প্রতিনিয়ত নিত্যনতুন প্রযুক্তিপণ্যের সমাবেশ ঘটাচ্ছে। অনুষ্ঠানে তিনি স্যামসাংয়ের অত্যাধুনিক ল্যাপটপ ও ডিজিটাল ক্যামেরার বিভিন্ন ব্যবহারিক দিক উপস্থাপন করেন।
অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: জহিরুল ইসলাম জানান, বর্তমানে দেশে স্যামসাং প্রযুক্তিপণ্যের একটি বড় বাজার সৃষ্টি হয়েছে। স্মার্ট টেকনোলজি ও স্যামসাং দীর্ঘ ১২ বছর ধরে একসাথে কাজ করছে। ফলে স্যামসাংয়ের প্রযুক্তিপণ্যের সব সেবা মানুষের হাতে সহজে পৌঁছে দেয়া যাচ্ছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান। অনুষ্ঠানের শুরুতে জুয়েল আইচের জাদু সবাইকে অবাক করে। সবশেষে জলের গানের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে মুগ্ধ করে আগত দর্শনার্থীদের। স্যামসাং করপোরেট নাইটে আগত দর্শনার্থীদের জন্য স্যামসাংয়ের অত্যাধুনিক ডিজিটাল ক্যামেরা, ল্যাপটপ, মনিটর ও প্রিন্টারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য প্রদর্শনীর আয়োজন ছিল।