সোমবার ● ১৭ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » এলজির ১৮.৫-ইঞ্চির এনার্জী সেভিং এলইডি মনিটর
এলজির ১৮.৫-ইঞ্চির এনার্জী সেভিং এলইডি মনিটর
এলজি মনিটরের বাংলাদেশের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড নিয়ে এলো ই১৯৪২সি মডেলের নতুন এলইডি মনিটর। এফ-ইঞ্জিন প্রযুক্তির এই এলইডি মনিটরটিতে সুপার এনার্জী সেভিং ফিচার থাকায় গতানুগতিক এলইডি মনিটরের তুলনায় ৩০ ভাগ বেশী বিদ্যুৎ সাশ্রয় করে। পরিবেশবান্ধব এই মনিটরটি তাই “গ্রীণ আইটি সার্টিফিকেশন” প্রাপ্ত। ১৮.৫-ইঞ্চি পর্দার এই মনিটরটি সম্পূর্ণ এইচডি রেজ্যুলেশন সমর্থণ করে, যার ডিজিটাল ফাইন কন্ট্রাস্ট রেশিও ৫০০০০০০:১, রেসপন্স টাইম ৫মিলি সেকেন্ড, পর্দার আউটপুট রেজ্যুলেশন ১৩৬৬ বাই , পিক্সেল পীচ ০.৩ মিলি মিটার এবং এতে রয়েছে ডি-সাব পিসি ইনপুট সংযোগ সুবিধা। এলইডি মনিটরটির মূল্য রাখা হয়েছে ৭,৬০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯২২, ৯১৮৩২৯১।