সোমবার ● ১৭ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ২৫ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বিসিএসআইসিটিওয়ার্ল্ড ২০১২’
২৫ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বিসিএসআইসিটিওয়ার্ল্ড ২০১২’
বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনে ২৫-২৯ ডিসেম্বর ২০১২ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তিপণ্যের আন্তর্জাতিক মানের জমকালো প্রদর্শনী ‘বিসিএসআইসিটিওয়ার্ল্ড ২০১২’।
‘তথ্যপ্রযুক্তি হোক শিক্ষার বাহন’ শ্লোগানে আয়োজিত এ প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির ৫২টি দেশী-বিদেশী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। থাকছে ৯০টি স্টল এবং ১৫টি প্যাভিলিয়ন।
বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১২ আয়োজন সম্পর্কে জানাতে সম্প্রতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিসিএস। এতে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন সমিতির সভাপতি ফয়েজউল্যাহ খান এবং মহাসচিব ও প্রদর্শনীর আহ্বায়ক শাহিদ-উল-মুনীর।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৫ ডিসেম্বর সকাল ১০টায়, প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। পরের তিন দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
পণ্য ও সেবার পাশাপাশি সচেতনতা, বিনোদন ও শিক্ষামূলক নানা আয়োজন থাকছে বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১২তে। তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ-সংশ্লিষ্ট বেশ কয়েকটি সেমিনারের আয়োজন করা হয়েছে। বিসিএসের আয়োজনে ২৬ ডিসেম্বর বেলা ৩টায় ‘ফ্রিল্যান্স আউটসোর্সিং ও ওপেন সোর্স: আগামীর ভবিষ্যৎ’, ২৮ ডিসেম্বর বেলা ১১টায় ‘ই-শিক্ষণের লক্ষ্য ও মেরিটাইম শিক্ষায় প্রয়োগ’ এবং বিকাল ৪টায় ‘ই-এডুকেশন’ বিষয়ে সেমিনারের আয়োজন করবে বিসিএস। ২৯ ডিসেম্বর বেলা ৩টায় চতুর্থ প্রজন্মের ইন্টারনেট নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীতে সাধারণ দর্শকদের প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে শিক্ষার্থীরা বরাবরের মতো বিনামূল্যে প্রবেশাধিকার পাবেন। প্রদর্শনী শেষ হবে ২৯ ডিসেম্বর রাত ৮টায়। তবে আনুষ্ঠানিকভাবে এর সমাপ্তি ঘোষণা করা হবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায়।
২০০৮ সাল থেকে প্রতি বছর বিসিএস আইসিটি ওয়ার্ল্ড শিরোনামে এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।