সোমবার ● ১৭ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » রবি ও র্যাংকস টেলিকম এর মধ্যে চুক্তি স্বাক্ষর
রবি ও র্যাংকস টেলিকম এর মধ্যে চুক্তি স্বাক্ষর
মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড র্যাংকস টেলিকম লিমিটেডের সাথে অবকাঠামো ভাগাভাগি এক চুক্তি সই করেছে।
সম্প্রতি রবির কর্পোরেট অফিসে দ্বিপক্ষীয় এ চুক্তিতে স্বাক্ষর করেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহি কর্মকর্তা মাইকেল ক্যুনার এবং র্যাংকসটেলের চীফ অপারেটিং অফিসার আব্দুল কে. সামসুদ্দীন।
নেটওয়ার্ক অবকাঠামো ভাগাভাগির মাধ্যমে রবি ও র্যাংকস পরষ্পরের সহযোগি হিসাবে কাজ করবে। দুপক্ষই নিজেদের নেটওয়ার্ক অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে অপ্রয়োজনীয় ব্যয় কমাবে।
এতে করে গ্রাহক পর্যায়ে কম খরচে উন্নতর সেবা দেয়া সম্ভব হবে। সরকারের লক্ষ্য দ্রুততম সময়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজও সহায়ক হবে।
সাশ্রয়ী মূল্যে সেবা দেয়ার ক্ষেত্রে এ চুক্তি বিশেষভাবে কার্যকর হবে। এতে করে অল্প খরচে গ্রাহকদের দোরগোড়ায় টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেয়া সম্ভব হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র অবকাঠামো বিভাগের প্রধান আসিফ রহমান, কর্পোরেট স্ট্র্যাটিজি বিভাগের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী। র্যাংকস টেলের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার প্ল্যানিং নায়রা আল হুসেইন সহ অন্যান্যরা।