সোমবার ● ১৭ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ক্লাউডস্পোকস.কম এর মাধ্যমে ৫০০-২০০০ ডলার আয় করা যাবে
ক্লাউডস্পোকস.কম এর মাধ্যমে ৫০০-২০০০ ডলার আয় করা যাবে
ক্লাউডভিত্তিক প্রতিষ্ঠান ক্লাউডস্পোকস ডট কম সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। গুগল ও সেলসফোর্সের সঙ্গে কাজ করা এপ্রিও ইনকরপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান ক্লাউডস্পোকস ডট কম। এ সাইটে দেয়া বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে ৫০০-২০০০ ডলার আয় করতে পারবেন আগ্রহীরা।
দেশে ক্লাউডস্পোকস ডট কমের কার্যক্রম সম্পর্কে জানাতে সম্প্রতি মিট দা প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাউডস্পোকস ও ক্লাউড কম্পিউটিং সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অনুষ্ঠানের মূল বক্তা এবং এপ্রিও ইনকরপোরেশন ও ক্লাউডস্পোকসের এমভিপির সলিউশন আর্কিটেক্ট দাস নোবেল।
ক্লাউডস্পোকস ডট কম মূলত একটি ওয়ার্কপ্লেস। এ ওয়ার্কপ্লেসে সমাধানের জন্য প্রচুর সমস্যা দেয়া থাকে। যে কেউ চাইলেই বিনামূল্যে নিবন্ধনের মাধ্যমে সমস্যার সমাধান করে জমা দিতে পারেন। সমাধানটি জয়ী হলে পাওয়া যাবে ৫০০-২০০০ ডলারের মধ্যে।
ক্লাউডস্পোকস যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোভিত্তিক এপ্রিও ইনকরপোরেশনের একটি অঙ্গপ্রতিষ্ঠান। সেলসফোর্স ও গুগল অ্যাপস ওয়ার্ক ডে নিয়ে কাজ করে এপ্রিও।
বাংলাদেশে ক্লাউড কম্পিউটিংয়ের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন দাস নোবেল।
তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মকে এ প্ল্যাটফমে দক্ষ করা গেলে টেকনোলজিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে উঠবে। পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হবে।
নোবেল আরও জানান, বাংলাদেশে ক্লাউড কম্পিউটিংয়ের ওপর দক্ষ জনশক্তি তৈরিতে মনোনিবেশ করবে ক্লাউডস্পোকস। এ লক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের জন্য নিজের নামে বৃত্তি দেয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছেন তিনি। বিস্তারিত- ০১৭৩৭৫৩৯০৮০