বৃহস্পতিবার ● ১৩ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ক্রমেই মোবাইল ডিভাইসে খবর পড়ার আগ্রহ বাড়ছে যুক্তরাষ্ট্রে
ক্রমেই মোবাইল ডিভাইসে খবর পড়ার আগ্রহ বাড়ছে যুক্তরাষ্ট্রে
খবর জানতে যুক্তরাষ্ট্রের সব বয়সী নাগরিকরা কাগজি মাধ্যম ছেড়ে ক্রমেই মোবাইল ডিভাইসে ঝুঁকছেন। কাগজে ছাপা সংবাদের তুলনায় ট্যাবলেট, স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস থেকে খবর পড়তে তাদের আগ্রহ বেশি। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাসিন্দার ওপর চালানো এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে। খবর এএফপির।
দ্য ইকোনমিস্ট গ্রুপের সঙ্গে যৌথভাবে জরিপটি চালায় দ্য পিউ রিসার্চ সেন্টার। জরিপে দেখা যায়, ট্যাবলেট অথবা স্মার্টফোন ব্যবহার করা যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ বাসিন্দা তাদের ডিভাইস থেকেই দৈনিক সংবাদ পড়ে।
১৮ থেকে ২৯ বছর বয়সীদের ৩৩ শতাংশই তাদের ট্যাবলেটেই দৈনিক খবর পড়ে। ৩০ থেকে ৪৯ বছর বয়সীদের ট্যাবলেটে খবর পড়ে ৩৮ শতাংশ। ৫০ থেকে ৬৪ বছর বয়সীদের এ হার ৪৩ শতাংশ। ৬৫ বছরের বেশি বয়সী ৩২ শতাংশ ট্যাবলেটে খবর পড়ে।
স্মার্টফোনের ক্ষেত্রেও জরিপে একই ধরনের ফল পাওয়া গেছে বলে এ-সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, তরুণরা হালকা ধরনের খবর পড়তে আগ্রহী এবং তাদের বেশির ভাগই ছাপানো সংবাদ পড়তে চায় না।
পিউ এ বিষয়ে জানায়, জরিপে অংশ নেয়া ব্যক্তিদের ৪৯ শতাংশই জানিয়েছে ট্যাবলেটের কারণে তাদের সংবাদ পড়ার প্রবণতাও বেড়েছে। ধীরে ধীরে তারা ছাপানো কাগজের বদলে ট্যাবলেট ও স্মার্টফোনে বেশি খবর পড়ছে।
প্রতিবেদন অনুযায়ী, নারীদের তুলনায় পুরুষদের স্মার্ট ডিভাইসে খবর পড়ার পরিমাণ বেশি। ৪৩ শতাংশ ট্যাবলেট ব্যবহার করা যুক্তরাষ্ট্রের পুরুষরা ডিভাইসটির মাধ্যমে খবর পড়ে। নারীদের ক্ষেত্রে এ হার ৩২ শতাংশ। স্মার্টফোনের ক্ষেত্রে এ হার যথাক্রমে ৪১ ও ৩০ শতাংশ।
পিউ জানায়, ট্যাবলেটে পুরুষরা সংবাদ পড়ার পাশাপাশি সংবাদের বিস্তারিত জানার জন্যও ইন্টারনেটে খোঁজ করে। এ ছাড়া ট্যাবলেট থেকে তারা সংবাদের ভিডিও দেখে।
কম আয়ের বাড়িগুলোয় ট্যাবলেট ও স্মার্টফোনে ভিডিও ও সংবাদ পড়ার পরিমাণ বেশি বলে জরিপের প্রতিবেদনে জানানো হয়। জরিপে বলা হয়, নারীরা সরাসরি সংবাদপত্রের ওয়েবসাইটে গিয়ে খবর কম পড়ে। তবে সামাজিক যোগাযোগের সাইট ব্যবহারের কারণে তারাও খবর জানতে পারে।
জরিপের প্রধান অ্যামি মিশেল বলেন, এ জরিপ থেকে মোবাইলে সংবাদ পড়া ব্যক্তিদের সম্পর্কে জানা গেছে। এ ছাড়া বয়সভেদে তাদের মধ্যকার পার্থক্য সম্পর্কেও জানা গেছে। সংবাদমাধ্যমের প্রতিষ্ঠানগুলোর জন্য এটি জানা জরুরি।
গত ২৯ জুন থেকে ৮ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৯ হাজার ৫১৩ জনের ওপর এ জরিপ চালানো হয় বলে জানিয়েছে পিউ রিসার্চ।