বৃহস্পতিবার ● ১৩ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » তথ্যপ্রযুক্তি ব্যবহারের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করতে হবে-তথ্যমন্ত্রী
তথ্যপ্রযুক্তি ব্যবহারের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করতে হবে-তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও নেতৃত্ব বিকাশের জন্য তথ্যপ্রযুক্তির ব্যবহারের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করতে হবে। গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে ‘দারিদ্র্য এবং উন্নয়ন-সংক্রান্ত চতুর্থ জাতীয় জ্ঞান সম্মেলন: তৃণমূলের বাস্তবতা’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অ্যাকশনএইড বাংলাদেশ, প্ল্যান বাংলাদেশ ও প্র্যাক্টিক্যাল অ্যাকশন বাংলাদেশ যৌথভাবে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনে সাংবিধানিকভাবে খাদ্য অধিকার ও তথ্যের অধিকারকে নিশ্চিত করতে হবে। টেকসই উন্নয়ন, সবুজ উন্নয়ন ও ডিজিটাল উন্নয়নের সমন্বয়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি তৃণমূলের জনগোষ্ঠী শিক্ষা, সম্পদের প্রাপ্যতা এবং তথ্যের অভিগম্যতা নিশ্চিতকরণের ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিসোর্স ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী নবীউল হক। প্র্যাক্টিক্যাল অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ভীনা খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্ল্যান বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এলেনা আহমেদ।
অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, লোকজ জ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে আধুনিক তথ্যপ্রযুক্তির সম্মিলনে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, নীতিনির্ধারণে গণমানুষের অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ।