বুধবার ● ১২ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » এলজি ব্র্যান্ডের এম-ডিস্ক ফিচারের নতুন ডিভিডি রাইটার
এলজি ব্র্যান্ডের এম-ডিস্ক ফিচারের নতুন ডিভিডি রাইটার
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত এলজি ব্র্যান্ডের জিএইচ২৪এনএস৯৫ মডেলের নতুন ডিভিডি রাইটার। সাটা ইন্টারফেসের এই ডিভিডি রাইটারটি সর্বোচ্চ ২৪এক্স গতিতে ডিভিডি রাইট করতে পারে। সুপার মাল্টি এই ডিভিডি রাইটারটিতে অত্যাধুনিক এম-ডিস্ক প্রযুক্তি থাকায় ডিস্কে রাইট করা ডেটা স্বাভাবিক প্রক্রিয়ায় পূণরায় রাইট করা যায় না এবং মুছে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হয় না। তাই ডেটা দীর্ঘস্থায়িত্বের নিশ্চয়তা দেয়। এর সাইলেন্ট প্লে প্রযুক্তি স্বাভাবিক শব্দ দূষণ বজায় রাখতে স্বয়ংক্রিয়ভাবে ডিস্কের ডেটা পড়ার গতি নিয়ন্ত্রণ করে। এছাড়া এতে জ্যামলেস প্রযুক্তি থাকায় ডিস্কে আঁচড় বা আঙ্গুলের ছাপ থাকলেও ক্ষতিগ্রস্ত জায়গা বাদ দিয়ে চলতে থাকবে, ভিডিও প্লেব্যাক বন্ধ হবে না। ডিভিডি রাইটারটির মূল্য রাখা হয়েছে ১ হাজার ৫ শত টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯২২, ৯১৮৩২৯১।