বুধবার ● ১২ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » এয়ারটেল ও এলকাটেল লুসেন্ট এর চুক্তি সম্পাদন
এয়ারটেল ও এলকাটেল লুসেন্ট এর চুক্তি সম্পাদন
টেলিকম যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে সম্প্রতি এক চুক্তি সম্পাদন করেছে ভারতী এয়ারটেল। চুক্তি অনুযায়ী, আফ্রিকায় মোবাইল ব্রডব্যান্ড ডাটা ও ভিডিও সেবা সম্প্রসারণে এয়ারটেলকে যন্ত্রাংশ সরবরাহ করবে এলকাটেল লুসেন্ট। খবর টাইমস অব ইন্ডিয়ার।
চুক্তির মূল্য সম্পর্কে কিছু প্রকাশ করা হয়নি। আফ্রিকার ১৭টি দেশে বর্তমানে টেলিকম সেবা দিচ্ছে এয়ারটেল। আফ্রিকার জেইন টেলিকম অধিগ্রহণের মাধ্যমে এ অঞ্চলে গত বছর ব্যবসা শুরু করে ভারতী এয়ারটেল। বর্তমানে আফ্রিকায় এয়ারটেলের গ্রাহকসংখ্যা ৬ কোটি।
ভারতী এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোজ কোহলি চুক্তি সম্পর্কে বলেন, ‘নতুন চুক্তি ও নেটওয়ার্ক তৈরির মাধ্যমে আমরা গ্রাহকদের আরও ভালো সেবা দিতে পারব। ভবিষ্যতে এয়ারটেল আফ্রিকার সম্প্রসারণের জন্যও এটি দারুণ সুযোগ।’
ফ্রান্সভিত্তিক এলকাটেল লুসেন্ট এক বিবৃতিতে জানায়, ইন্টারনেট প্রটোকলভিত্তিক নেটওয়ার্কিং সেবা এয়ারটেলকে সরবরাহ করবে এলকাটেল লুসেন্ট। এর মাধ্যমে আফ্রিকায় ব্রডব্যান্ড ডাটা ও ভিডিও সেবা সরবরাহ করতে পারবে এয়ারটেল। ভারতী এয়ারটেলের সদর দফতর নয়া দিল্লীতে। - এসবিবি