মঙ্গলবার ● ১১ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » বছরের সেরা ভিডিও গেম দ্য ওয়াকিং ডেড
বছরের সেরা ভিডিও গেম দ্য ওয়াকিং ডেড
বছরের শেষ প্রান্তে এসে কম্পিউটার ও ভিডিও গেমিংয়ের জগতে চলছে সেরার নিকাশ। এ বছর স্পাইক ভিডিও গেম অ্যাওয়ার্ডে গত শনিবার সেরা গেমের খেতাব জিতে নিল জম্বি কাহিনীনির্ভর গেম ‘দ্য ওয়াকিং ডেড।’ দশকের সেরা গেমের পুরস্কারটি গেছে ‘হাফ লাইট টু’র নাগালে। খবর এনডিটিভির।
জম্বি কাহিনীর গেমটি পুরস্কার পাওয়ার পর এর স্রষ্টা রবার্ট কার্কম্যান গেমারদের উদ্দেশে বলেন, ‘ওয়াকিং ডেডের ভক্তরা! পুরস্কারটি আপনাদের জন্যই। (এ কাহিনী নিয়ে) আপনারা সিনেমা দেখেন, কমিকস বই পড়েন, ভিডিও গেম খেলেন। আপনারাই এটাকে সম্ভব করেছেন।’ সেরা ডাউনলোডযোগ্য গেমের স্বীকৃতিও পেয়েছে এটি।
প্রতি বছর সেরা কম্পিউটার ও ভিডিও গেমকে পুরস্কৃত করতে ‘স্পাইক ভিডিও গেম অ্যাওয়ার্ডের’ আয়োজন করে যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল স্পাইক টিভি। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে আরও কিছু গেম পুরস্কার পেয়েছে। এর মধ্যে অন্যতম গিয়াবক্স সফটওয়্যারের ‘বর্ডারল্যান্ডস টু’। গেমটি একাধিক বিভাগে পুরস্কার পায়। এর মধ্যে রয়েছে- সেরা শুটার, সেরা মাল্টিপ্লেয়ার ও চরিত্র। গেমিং কনসোল এক্সবক্স ৩৬০তে পারফরম্যান্স ও গ্রাফিকের জন্য স্বীকৃতি পেয়েছে ‘হালো ফোর’। সেরা অ্যাকশন অ্যাডভেঞ্চার গেমের স্বীকৃতি পেয়েছে ফার্স্ট পারসন শুটিং গেম ‘ডিজঅনারড’।
সনি পিকচারের স্টুডিওতে বসে সেরা গেমগুলোকে স্বীকৃতি দেয়ার এ আয়োজন। ২ ঘণ্টার অনুষ্ঠানের গান শুনিয়ে দর্শককে মুগ্ধ করে লিঙ্কিন পার্ক ও টেনাসিয়াস ডি। প্রথমবারের মতো গেমিং কনসোল এক্সবক্স লাইভে এ আয়োজন সরাসরি সম্প্রচার করা হয়।
সেরা গেম চূড়ান্ত করে আয়োজক কমিটির উপদেষ্টা পরিষদ। এদিকে দর্শকদের জরিপে আসন্ন গেমের মধ্যে সেরার মর্যাদা পেয়েছে ‘গ্র্যান্ড থেফট অটো ফাইভ।’ - এসবিবি