সোমবার ● ১০ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » জিপিআইটি এবং সামিট কমিউনিকেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
জিপিআইটি এবং সামিট কমিউনিকেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
সম্প্রতি গ্রামীণফোন আইটি এবং সামিট কমিউনিকেশন এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তির আওতায় গ্রামীণফোন আইটি সামিট কমিউনিকেশনকে গেটওয়ে অপারেশন এর জন্য গেটওয়ে বিল্ডিং ও মিডিয়েশন সল্যুশন প্রদান করবে। উক্ত সল্যুশনের আওতায় সল্যুশন কাষ্টমাইজেশন, কনফিগারেশন, ইন্টল্যাশন, হার্ডওয়্যার এবং ষ্টরেজ অন্তভূক্ত থাকবে।
গ্রামীণফোন আইটির পক্ষ থেকে জনাব বারহান সামসি, সিইও এবং সামিট কমিউনিকেশন এর পক্ষে জনাব আরিফ আল ইসলাম, সিইও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
জনাব রায়হান সামসি তার এক সংক্ষিপ্ত বক্তব্রে জিপিআইটিকে এই প্রজেক্টে সম্পৃক্ত করার জন্য সামিট কমিউনিকেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি বলেন জিপিআইটি CMMI L3 কোম্পানী এবং কাষ্টমার এর সন্তুষ্টির জন্য পৃথিবীর উন্নত প্রযুক্তি ব্যবহার করে থাকে।
উক্ত অনুষ্ঠানে সামিট কমিউনিকেশন এর পক্ষে জনাবা ফাদিহা খান, পরিচালক, সামিট কমিউনিকেশন। জনাব ফয়সাল করিম খান, পরিচালক, সামিট কমিউনিকেশন এবং জিপিআইটির পক্ষ থেকে জনাব রনি রিয়াদ রশিদ, সি.সি.ও, জিপিআইটি, জনাব মুহিবুর রহমান খন্দকার, জি.এম, সহ প্রমুখ উপস্থিত ছিলেন।