সোমবার ● ১০ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিজয়ের মাসে এয়ারটেলের নতুন প্যাকেজ
বিজয়ের মাসে এয়ারটেলের নতুন প্যাকেজ
বিজয়ের মাসে গ্রাহকের জন্য নতুন প্যাকেজ ‘বিজয় ০১৬’ চালু করেছে এয়ারটেল বাংলাদেশ। এ ছাড়া বিজয় দিবসের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে এ অপারেটর।
বিজয় ০১৬ নামের এ প্যাকেজে ১০ সেকেন্ড পালস অফার ব্যবহার করে গ্রাহকরা সারা দিন শূন্য দশমিক ৪২ টাকা মিনিটে যেকোনো এয়ারটেল নম্বরে ফোন করতে পারবেন। অন্য অপারেটরে কল করতে ব্যয় হবে শূন্য দশমিক ৯৯ টাকা (মিনিট)। এ অফারের মাধ্যমে স্থানীয় যেকোনো নম্বরে এসএমএস পাঠানো যাবে শূন্য দশমিক ৩৯ টাকায় (এসএমএস রেটে)।
এয়ারটেলের বাংলাদেশের গ্রাহকরা বিজয় দিবসে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত টক টু মি সেবার মাধ্যমে কথা বলতে পারবেন মুক্তিযোদ্ধা ও বরেণ্য সঙ্গীতশিল্পী ফকির আলমগীরের সঙ্গে। গ্রাহকরা ২০৫০৫ নম্বরে ডায়াল করে তার কাছ থেকে জানতে পারবেন তার মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা এবং তার সঙ্গীতজীবনের নানা ঘটনা। এ ছাড়া এই বিশেষ দিনে এয়ারটেল গ্রাহকদের জন্য থাকছে বিশেষ রিং ব্যাক টোন (ডায়াল করতে হবে ৭৮৮০০ নম্বরে) এবং বিজয় দিবস উপলক্ষে গান (ডায়াল করতে হবে ৪০৪০ নম্বরে)।
দিনটিতে বিজয় ০১৬ ব্যবহার করে গ্রাহকরা বিপুল পরিমাণ আকর্ষণীয় টেমপ্লেট থেকে বেছে নিয়ে আপলোড করতে পারবেন ফেসবুকে। *৩২৫*৭৫#-এ ডায়াল করে গ্রাহকরা তাদের পছন্দসই স্ট্যাটাস বেছে নিয়ে ২ দশমিক ৩ টাকায় তাদের ফেসবুক ওয়ালে আপলোড করতে পারবেন।