সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২২, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৯ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » রেড হেরিং টপ হান্ড্রেড গ্লোবাল তালিকায় রিভ সিস্টেমস
প্রথম পাতা » আইসিটি আপডেট » রেড হেরিং টপ হান্ড্রেড গ্লোবাল তালিকায় রিভ সিস্টেমস
৬৭৫ বার পঠিত
রবিবার ● ৯ ডিসেম্বর ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেড হেরিং টপ হান্ড্রেড গ্লোবাল তালিকায় রিভ সিস্টেমস

রিভ সিস্টেমসের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করছেন প্রতিষ্ঠানটির সিইও এম. রেজাউল হাসান এবং পরিচালক মুন্নুজান নার্গিসশীর্ষস্থানীয় ভিওআইপি সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান রিভ সিস্টেমস সম্মানজনক “২০১২ রেড হেরিং টপ হান্ড্রেড গ্লোবাল” তালিকায় জায়গা করে নিয়েছে। গত সেপ্টেম্বরে রেড হেরিং এর বিচারে এশিয়ার সেরা ১০০’র অন্যতম হওয়ার পর এবার বিশ্বের সেরা ১০০ তালিকায় জায়গা দখল করল রিভ সিস্টেমস। নভেম্বরের ২৭ থেকে ২৯ তারিখে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার সেরা ৩০০ প্রতিষ্ঠান এর অংশগ্রহণে এ গ্লোবাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রেড হেরিং একটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান যারা বিশ্বব্যাপি নতুন সম্ভাবনাময় কোম্পানি এবং এদের উদ্ভাবনী প্রযুিক্ত চিহ্নিত করে থাকে।”তিন মহাদেশের নির্বাচিত সেরা ৩০০ প্রতিষ্ঠান থেকে আবার সম্ভাবনাময় সেরা ১০০ নির্বাচন করা মোটেই সহজ কাজ ছিল না”, বললেন রেড হেরিং-এর প্রকাশক ও সিইও অ্যালেক্স ভিউক্স। “কঠোর বিশ্লেষণ এবং গভীর আলোচনা করেই বিশ্বের কয়েক’শ প্রতিযোগীর মধ্যে এই সেরা একশ বাছাই করা হয়েছে। আমরা বিশ্বাস করি রিভ সিস্টেমসের আছে অভাবনীয় দূরদর্শীতা, অদম্য চালিকাশক্তি এবং দারুণ উদ্ভাবনী ক্ষমতা। আর এটিই একটি সফল ব্যবসা প্রতিষ্ঠানের পূর্বশর্ত। এবারের গ্লোবাল প্রতিযোগিতাটি ছিল সবচাইতে কঠিন, তাই এ অর্জন রিভ সিস্টেমসের জন্য অনেক বড় গর্বের বিষয়।”

রেড হেরিং গ্লোবাল ২০১২ ফোরাম বিশ্বের বিভিন্ন অঞ্চলের সেরা ৩০০ কোম্পানির পদচারণার সাক্ষী হয়ে থাকলো। বিশ্বের বহুপরিচিত বিনিয়োগকারী আর প্রধান নির্বাহী কর্মকর্তারাও এই ইভেন্টে বক্তব্য রেখেছেন। এই তিন দিনে প্রতিযোগীরা তাদের সমকক্ষ ও সমজাতীয় প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা ও সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে দারুণ সময় কাটিয়েছে।

রেড হেরিং সম্পাদনা পরিষদ অংশগ্রহণকারী প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে অর্থনৈতিক সাফল্য, প্রযুক্তিগত উদ্ভাবন, পরিচালনা দক্ষতা, কৌশল বাস্তবায়ন, বাজার-অবস্থান এবং নিজ নিজ ইন্ডাস্ট্রির সঙ্গে সামঞ্জস্যতার মানদ- বিচার করে সেরা ১০০টির এ তালিকা প্রকাশ করে।

পুরস্কার প্রসঙ্গে রিভ সিস্টেমস-এর সিইও এম. রেজাউল হাসান বলেন, “সম্মানজনক ২০১২ রেড হেরিং টপ হান্ড্রেড গ্লোবাল এ্যাওয়ার্ড রিভ পরিবারের জন্য নিঃসন্দেহে অনেক বড় অর্জন। এই অর্জন আমাদের আইপি কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে আরও নতুন সব উদ্ভাবনী পণ্য উৎপাদনে এবং নিরবিচ্ছিন্ন সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ থাকার প্রেরণা যোগাবে।”

রিভ সিস্টেম্স মোবাইল ভিওআইপি সলিউশন প্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। বর্তমানে এ কোম্পানী ৭০টিরও বেশি দেশে ১৭০০টিরও বেশি ভিওআইপি ও টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানকে সেবা প্রদান করছে। সিংগাপুরের প্রধান কার্যালয় ছাড়াও রিভ সিস্টেম্স-এর সফ্টওয়্যার ডেভেলপমেন্ট বিভাগ বাংলাদেশে অবস্থিত। ভারত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে এর শাখা কার্যালয় রয়েছে।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশের উদ্যোগ
কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড অর্জন করেছে অপো বাংলাদেশ
মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সে শিক্ষাবৃত্তি দিচ্ছে বিকাশ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪ হাজার শিক্ষার্থী পেল নতুন ল্যাপটপ
এনাবলার অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মাস্টারকার্ড
জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ
দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে ‘বেসিস জাপান ডে ২০২৪’
এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন বাংলাদেশের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন
সিআইপি সম্মাননা পেলেন উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান
রিয়েলমি সি৭৫ পানির নিচে সচল থাকবে ১০ দিন