শনিবার ● ৮ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » বাণিজ্যিকভাবে চাঁদে ভ্রমণের উদ্যোগ
বাণিজ্যিকভাবে চাঁদে ভ্রমণের উদ্যোগ
নিয়েছে গোল্ডেন স্পাইক নামের একটি প্রতিষ্ঠান। এ ভ্রমণে খরচ হবে ১৪০ কোটি ডলার। চলতি দশকেই এ ধরনের ভ্রমণ শুরু হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো
হয়েছে। খবর বিবিসির।
গত বৃহস্পতিবার বিবিসির খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কয়েকজন সাবেক কর্মকর্তা গোল্ডেন স্পাইক গড়ে তুলেছেন। গত শতকের ষাটের দশকের পর আবারও চাঁদে নামার সুযোগ সৃষ্টি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ব্যক্তিমালিকানাধীন এ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধান নাসার সাবেক সহযোগী প্রশাসক অ্যালেন স্টার্ন। বাণিজ্যিকভাবে চাঁদ ভ্রমণে বিদ্যমান রকেট ও ক্যাপসুল প্রযুক্তি ব্যবহার করা হবে বলে গোল্ডেন স্পাইক জানায়।
এদিকে পুনরায় চাঁদে নভোযান পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র সরকারকে প্রস্তাব দিয়েছে স্পাইক। কিন্তু প্রেসিডেন্ট বারাক ওবামা সে প্রস্তাব নাকচ করে দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র অনেক আগেই চাঁদ অভিযান শেষ করেছে। যুক্তরাষ্ট্র প্রস্তাব প্রত্যাখ্যান করায় এখন প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও জাপান সরকারকে এ বিষয়ে প্রস্তাব দেয়ার কথা ভাবছে। এসব দেশকে মহাকাশ গবেষণায়ও সহযোগিতা দেবে স্পাইক।
চাঁদে ভ্রমণের বিষয়ে গত বুধবার অ্যালেন স্টার্ন বলেন, ‘১৯৬০ সালে গবেষণার খাতিরে চাঁদে নভোযান পাঠিয়েছিল নাসা। আর ২০২০ সালে আমরা চাঁদে নভোযান পাঠানোকে বাণিজ্যিক ভ্রমণের পণ্য হিসেবে দেখছি। গোল্ডেন স্পাইককে আমরা একটি ক্লাব হিসেবে বিবেচনা করছি।’ প্রতিষ্ঠানটি ১৫ থেকে ২০ বার চাঁদে নভোযান পাঠানোর পরিকল্পনা করছে।
অ্যালেন স্টার্ন ছাড়াও এ ক্লাবে আছেন অ্যাপোলো-ইরার ফ্লাইট ডিরেক্টর গেরি গ্রিফিন। তিনি প্রতিষ্ঠানটির বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। একসময় তিনি জনসন স্পেস সেন্টারের প্রধান ছিলেন। এ ছাড়া উপদেষ্টা হিসেবে আছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত বিল রিচার্ডসন ও প্রকৌশলী নিট গিংগ্রিচ।