বৃহস্পতিবার ● ৬ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ এ টেলিটক থ্রিজি
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ এ টেলিটক থ্রিজি
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রায় বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই ভিশন ২০২১ এর কাজ শুরু করে। সেই লক্ষ্যমাত্রা অর্জনের পথে আরো একটি ধাপ হিসেবে ৬ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিনদিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ বাংলাদেশের প্রথম থ্রি-জি সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক এর পক্ষ থেকে আছে একটি থ্রি-জি ক্যাফে। টেলিটক থ্রি-জি ক্যাফেতে পাবেন-তিনটি থ্রি-জি অ্যাক্সপেরিয়েন্স জোন, যেখানে মেলায় আগত দর্শনার্থীরা বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। একটি গেমিং কর্নার, ভ্যালু অ্যাডেট সার্ভিস কর্নার এবং থ্রি-জি তথ্যকেন্দ্র রয়েছে এখানে।
থ্রি-জি ক্যাফে ঘিরে মেলায় দর্শনার্থীদের মাঝে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ডিজিটাল ওয়ার্ল্ড ফেয়ার ২০১২ উপলক্ষে টেলিটক থ্রি-জি নিয়ে ফেসবুকে চলছে ফেসবুক কুইজ কনটেস্ট।