বুধবার ● ৫ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করা হবে না - আইটিইউ মহাসচিব
ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করা হবে না - আইটিইউ মহাসচিব
ইন্টারনেটের স্বাধীনতা ক্ষুণ্ন করা হবে না। নিয়ন্ত্রণও করা হবে না এটি। দুবাইয়ে গত সোমবার আইটিইউ সম্মেলন শুরুর দিনে এভাবেই সবাইকে আশ্বস্ত করেন সংস্থাটির মহাসচিব হামাদন তোরে। খবর এএফপির।
শুরুর দিন তোরে বলেন, এ সম্মেলন নিয়ে অনেকেই অনেক কিছু বলছেন, যার কোনো ভিত্তি নেই। সম্মেলনটিকে আক্রমণ করার জন্য এটি খুবই সস্তা পদ্ধতি। এর আগে তিনি সম্মেলন শুরুর অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জানান, ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে কোনো ধরনের আলোচনা এ সম্মেলনে হবে না। তার বক্তব্য অনুযায়ী, কোনো কিছুই মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করতে পারবে না এবং এ সম্মেলনেও এ ধরনের কোনো চেষ্টা করা হবে না।
জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উদ্বোধনী বক্তব্যে এ সম্মেলন শুরু হয়। তথ্যপ্রযুক্তির প্রসারতায় এ সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন তিনি। তার ভাষায়, সম্মেলনের মূল উদ্দেশ্য বিশ্বের সবাইকে তথ্যপ্রযুক্তি প্রসারের সুবিধা দেয়া। বর্তমানে বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে না। এ অবস্থায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে, যাতে সাইবার জগতে সবাই প্রবেশাধিকার পায়।
সম্মেলন শুরুর আগে থেকেই ইন্টারনেট নিয়ন্ত্রণের বিপক্ষে অবস্থান নিয়েছিল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। সম্মেলনে গুগলের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা শাখার মত প্রকাশবিষয়ক বিভাগের প্রধান বিল একিনসন গত শুক্রবার এক বিবৃতিতে জানান, বেশকিছু দেশ ইন্টারনেটের স্বাধীনতা হরণ করতে চায়।
সার্চ ইঞ্জিন জায়ান্টটি একই সঙ্গে জানিয়েছিল, ইন্টারনেটের বিষয়ে আলোচনার জন্য আইটিইউ উপযুক্ত জায়গা নয়। কেবল সরকারই আইটিইউতে ভোট দিতে পারে। ইন্টারনেটের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য ইন্টারনেট ব্যবহারকারীদের মতামত প্রয়োজন।
জেনেভাভিত্তিক আইটিইউর মহাসচিব তোরে বলেন, কেবল ঐকমত্যের ভিত্তিতে আইটিইউতে যেকোনো সিদ্ধান্ত নেয়া হবে। কোনো ধরনের ভোটাভুটি হবে না।
গত সোমবার শুরু হওয়া এ সম্মেলন আগামী ১৪ তারিখ শেষ হবে।