সোমবার ● ১৫ আগস্ট ২০১১
প্রথম পাতা » আইসিটি বিনোদন » কুমার বিশ্বজিতের কণ্ঠে ৩০ বছরের জনপ্রিয় গানগুলোর ৪টি অ্যালবাম ডিজিটাল প্রকাশনা করল গ্রামীণফোন
কুমার বিশ্বজিতের কণ্ঠে ৩০ বছরের জনপ্রিয় গানগুলোর ৪টি অ্যালবাম ডিজিটাল প্রকাশনা করল গ্রামীণফোন
সুরেলা কণ্ঠ ও স্বতন্ত্র গায়কী দিয়ে বিগত ৩০ ধরে বাংলাদেশের বিভিন্ন প্রজন্মের সঙ্গীতপ্রেমীদের মন জয় করা নন্দিত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ-এর কণ্ঠে গাওয়া একসাথে চারটি গানের অ্যালবাম ১৪ আগস্ট প্রকাশ করেছে গ্রামীণফোন।
১৯৮০ সাল থেকে সঙ্গীতজীবন শুরু করা এই শিল্পীর কণ্ঠে গাওয়া জনপ্রিয় গানগুলোর অ্যালবাম চারটি হলো: মেঘের পালকি, একটা আকাশ, স্বপ্নের আনাগোনা ও প্রেমের আবাস। অ্যালবাম চারটিতে তার ভক্তরা নতুন করে উপভোগ করতে পারবেন “তোরে পুতুলের মতো করে সাজিয়ে” থেকে শুরু করে “তোমার গরুর গাড়িতে” গানগুলোর মতো শিল্পীর জনপ্রিয় গানগুলো।
শিল্পীর সঙ্গীতজীবনের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে অ্যালবামগুলো প্রকাশিত হয়েছে।
প্রাথমিকভাবে গ্রামীণফোনের গ্রাহকগণ বিশেষভাবে অ্যালবামের গানগুলো শুনতে পারবেন গ্রামীণফোনের অন্যান্য সার্ভিসসহ ভ্যালু অ্যাডেড সার্ভিসেস (ভ্যাস) যেমন, ওয়েলকাম টিউন ও ফুল ট্র্যাক ডাউনলোড সার্ভিসের মাধ্যমে। গ্রামীণফোন মিউজিক রেডিও’র মাধ্যমেও শ্রোতারা গানগুলো শুনতে পারবেন।
নতুন অ্যালবাম প্রকাশ সম্পর্কে কুমার বিশ্বজিৎ বলেন, “সঙ্গীতজীবনের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে আমার অ্যালবামের নতুন ধরনের ডিজিটাল প্রকাশনা নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য একটি দারুণ সুযোগ। আমার মতে এটি একটি চমৎকার কনসেপ্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কপিরাইট বিষয়টি ঠিকমতো সুরক্ষিত থাকবে।” অভিনব এই উদ্যোগের জন্য তিনি গ্রামীণফোনকেও ধন্যবাদ জানান।
গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন অফিসার কাজী মনিরুল কবির বলেন, “বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রতি গ্রামীণফোন সবসময় শ্রদ্ধাশীল। নন্দিত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ-এর সঙ্গীতযাত্রার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে শিল্পীকে নিয়ে একসাথে কাজ করার এই উদ্যোগ বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির সাথে থাকার আরো এক বড় প্রমাণ।”