সোমবার ● ৩ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ক্রিয়েটিভ আইটিতে গ্রাফিক্স ডিজাইন কর্মশালা
ক্রিয়েটিভ আইটিতে গ্রাফিক্স ডিজাইন কর্মশালা
ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট আয়োজন করেছে দিনব্যাপী গ্রাফিক্স ডিজাইন কর্মশালা। আগামী ৭ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে ওয়েব টেমপ্লেট, আইকন ডিজাইন, লোগো ডিজাইন, ক্লিপিং পাথ, ইমেজ রি-টাচ্ প্রভৃতিকে আয়ত্বে আনার যাবতীয় কৌশল শেখানো হবে। তাছাড়া কীভাবে সহজে ভাল ডিজাইনার হওয়া যায়, ডিজাইনারের গুণাবলী, ডিজাইন গ্রহণযোগ্যতা পায় কীভাবে, বিষয়ের ওপর ভিত্তি করে কীভাবে কালার-পিকচার ও টেক্সট সমন্বয় করা যায় এসব শেখানো হবে এই কর্মশালায়। অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশন চলছে। যোগাযোগ : ক্রিয়েটিভ আইটি লি:, অর্কিড প্লাজা (৬ষ্ঠ তলা), হাউজ-২, রোড-২৮ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯। ফোন: ০১৬১৪১৩৪৪২৪, ০১১৯৩০৯৪৫৪৫