সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২২, ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ডিজিটাল ওয়ার্ল্ড ৬ ডিসেম্বর শুরু হচ্ছে
প্রথম পাতা » আইসিটি আপডেট » ডিজিটাল ওয়ার্ল্ড ৬ ডিসেম্বর শুরু হচ্ছে
৮৬৬ বার পঠিত
রবিবার ● ২ ডিসেম্বর ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিজিটাল ওয়ার্ল্ড ৬ ডিসেম্বর শুরু হচ্ছে

ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে
‘’সমৃদ্ধির জন্য জ্ঞান’ প্রতিপাদ্য নিয়ে আগামী ৬ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিনদিন ব্যাপি “ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ “।
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম যৌথভাবে করছে এই আয়োজন।

ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ এর প্রস্তুতি নিয়ে আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(আই সি টি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের(বিসিসি) নির্বাহী পরিচালক ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ সচিবালয়ের সিনিয়র পরামর্শক মুনির হাসান প্রমুখ।

সম্মেলনে আইসিটি মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেওয়া, শিক্ষার মান উন্নীত করাই আমাদের কাজ। আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশের এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা বিশ্ববাসীর সামনে তুলে ধরা, অভিজ্ঞতা বিনিময় করতেই আগামী ৬ ডিসেম্বর শুরু হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১২।

এ আয়োজনে দেশী বিদেশী বিশেষজ্ঞ এবং তরুণ, শিক্ষার্থী ও আইসিটি প্রফেশনালদের মধ্যে একটি নিবিড় প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে সেমিনার, সম্মেলন ও কর্মশালার আয়োজন রয়েছে। অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে উদ্যোক্তা সম্মেলন, সার্টিফিকেশন কোর্স, উদ্যোক্তা মেলা, তথ্য-প্রযুক্তি নির্ভর নতুন পণ্য বা সেবা চালুর ঘোষণা দেয়া প্রভৃতি। প্রথমদিন ৬ ডিসেম্বর দেশি-বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে থাকছে ‘ডিজিটাল এন্টারপ্রেনার কনপারেন্স । এক হাজার এর বেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-নির্ভর উদ্ভাবন, পরিচর্যা ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য উপস্থিত থাকবেন দেশী-বিদেশী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও উদ্যোগের কর্ণধার ও বিশেষজ্ঞরা। ৭ ডিসেম্বর বাংলাদেশে প্রথমবারের মত ক্লাউড ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্লাউড কম্পিউটিংয়ের নানাদিক নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় আলোচনা করা হবে। একই দিন দেশীয় ফ্রিল্যান্সারদের পথ নির্দেশনা, উৎসাহ ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ফ্রিল্যান্সিং সম্মেলন। দেশীয় ফ্রিল্যান্সারদের সাথে এই সম্মেলনে যোগ দিবেন আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তিবিদ ও ফ্রিল্যান্সিং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী ও প্রধানরা। এছাড়াও টেক ব্যাক দ্য টেক, মিট দ্য লিডারস, চিলড্রেন্স ডিজিটাল ওয়ার্ল্ড সমাবেশ আয়োজন করা হয়েছে।

তিন দিন ব্যাপী প্রদর্শনীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর শতাধিক সরকারী বেসরকারী প্রতিষ্ঠান নানা প্রকল্প প্রদর্শন করবে। মেলায় দর্শনার্থীরা বিনেমূল্যে প্রবেশের সুযোগ পাবে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত নানা প্রকল্প, রোবট ও দেশীয় গেমস প্রদর্শিত হবে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ এর এক্সপেরিয়েন্স জোনে। এক্সপেরিয়েন্স জোনে আরও থাকছে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ইন্টারনেট সেন্টার ও হাইটেক এক্সপেরিয়েন্স সেন্টার। সেখান থেকে দর্শনার্থীরা হাইস্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ