রবিবার ● ২ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » আসুসের কোরআই-৫ প্রসেসরের নতুন ডেস্কটপ পিসি
আসুসের কোরআই-৫ প্রসেসরের নতুন ডেস্কটপ পিসি
বিশ্বখ্যাত আসুসের বিএম৬৩৩০ মডেলের কোরআই-থ্রি প্রসেসরের নতুন মাল্টিমিডিয়া ডেস্কটপ পিসি বাংলাদেশে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড। ইন্টেল এইচ৬১ চিপসেটের এই পিসিটিতে রয়েছে ৩.১০ গিগাহার্জ গতির ইন্টেল ২য় প্রজন্মের কোরআই-৫ প্রসেসর, যার ক্যাশ মেমোরী ৩ মেগা বাইট। মাল্টিমিডিয়া এ্যাপ্লিকেশনগুলো স্বাচ্ছন্দ্যে চালানোর জন্য এই পিসিটিতে রয়েছে ২জিবি ডিডিআর-৩ র্যাম, ৫০০ জিবি হার্ড ডিস্ক, ইন্টেল চিপসেটের গ্রাফিক্স, ডিভিডি রাইটার, গিগাবিট ল্যান, ৮-চ্যানেল অডিও। এছাড়া এতে রয়েছে ৬টি ইউএসবি ২.০, ২টি ইউএসবি ৩.০, ১টি ভিজিএ, ১টি ডিভিআই-ডি পোর্ট প্রভৃতি সংযোগ সুবিধা। ১৮.৫ ইঞ্চির এলইডি মনিটরসহ পিসিটির মূল্য রাখা হয়েছে ৪৯,০০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৪২, ৯১৮৩২৯১।