সোমবার ● ১৫ আগস্ট ২০১১
প্রথম পাতা » নতুন পণ্য » মাইক্রোনেটের ক্ষুদ্রাকৃতির ওয়্যারলেস ল্যান ইউএসবি এডাপ্টার
মাইক্রোনেটের ক্ষুদ্রাকৃতির ওয়্যারলেস ল্যান ইউএসবি এডাপ্টার
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো মাইক্রোনেট ব্র্যান্ডের এসপি৯০৭এনএস মডেলের নতুন ওয়্যারলেস ল্যান ইউএসবি এডাপ্টার। ইউএসবি ২.০ এবং ১.১ ইন্টারফেস সমর্থিত ক্ষুদ্রাকৃতির এই ল্যান এডাপ্টারটিকে অনায়াসে যে কোন পিসির সাথে সংযোগ দিয়ে কোন রকম ঝামেলা ছাড়াই সুরক্ষিত ওয়্যারলেস হোম নেটওয়ার্ক স্থাপন করা যায়। এডাপ্টারটি আইট্রিপলই ৮০২.১১বি/জি/এন স্ট্যান্ডার্ড সমূহ এবং ২.৪ গিগাহার্জ ফ্রিকোয়েন্সী ব্যান্ডে সর্বোচ্চ ১৫০ মেগাবিট/সেকেন্ড ডেটা রেটে কাজ করে। এটি মিমো (মাল্টি-ইন, মাল্টি-আউট) টেকনোলজী সাপোর্ট করে, যা ২টি রেডিও চ্যানেলের (১টি ট্রান্সিভার, ১টি রিসিভার) মাধ্যমে কাজ করে। এছাড়া এটি ডব্লিউইপি, ডব্লিউপিএ, ডব্লিউপিএ২ এনক্রিপশন প্রভৃতি নেটওয়ার্ক সিকিউরিটি পদ্ধতি সমর্থণ করে। মূল্য রাখা হয়েছে ১,৭০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৯১৫৪৭৬৩৫৩, ৮১২৩২৮১।