শনিবার ● ১ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » নতুন পণ্য » আসুসের মাল্টিমিডিয়া এবং গেমিং পিসির নতুন গ্রাফিক্স কার্ড
আসুসের মাল্টিমিডিয়া এবং গেমিং পিসির নতুন গ্রাফিক্স কার্ড
আসুসের জিটি৬৩০-২জিডি৩ মডেলের নতুন গ্রাফিক্স কার্ড বাংলাদেশে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড। পিসিআই এক্সপ্রেস ২.০ বাস স্ট্যান্ডার্ডের এই গ্রাফিক্স কার্ডটির গ্রাফিক্স ইঞ্জিন এনভিডিয়া জিফোর্স জিটি৬৩০ চিপসেটের এবং এতে রয়েছে ২ জিবি ডিডিআর-৩ ভিডিও মেমোরী। ১২৮-বিট মেমোরী ইন্টারফেসের এই গ্রাফিক্স কার্ডটিতে সুপার এ্যালয় পাওয়ার ফিচার থাকায় কম্পোনেন্টগুলোতে স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকে এবং শব্দহীন পরিচালনা ও দীর্ঘস্থায়িত্বের নিশ্চয়তা দেয়। এতে জিপিইউ টুইক ফিচার থাকায় ব্যবহারকারী তার চাহিদানুযায়ী ক্লক স্পিড, ভোল্টেজ এবং ফ্যানের পারফরম্যান্স পরিবর্তন করিয়ে নিতে পারে। থ্রিডি গেম বা দৃশ্য উপভোগ করতে রয়েছে এনভিডিয়া থ্রিডি ভিশন ফিচার। এছাড়া মনিটর বা টিভির সাথে সংযোগ দিতে এতে রয়েছে ১টি ডি-সাব, ১টি ডিভিআই, ১টি এইচডিএমআই আউটপুট পোর্ট। মূল্য রাখা হয়েছে ৭,৩০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।