সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ৭, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ২৯ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » তাজিকিস্তানে ফেসবুক ব্যবহার বন্ধ
প্রথম পাতা » আইসিটি আপডেট » তাজিকিস্তানে ফেসবুক ব্যবহার বন্ধ
৬১৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৯ নভেম্বর ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তাজিকিস্তানে ফেসবুক ব্যবহার বন্ধ

ফেসবুক , ফেসবুক ব্যাবহার বন্ধতাজিকিস্তান সরকার দেশটিতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক  করে দিয়েছে। প্রেসিডেন্ট ইমোমালি রাখমন এবং সরকারি কর্মকর্তাদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য সাইটটিতে প্রচারিত হওয়ার অভিযোগে চলতি বছরে দ্বিতীয়বারের মতো এ ব্যবস্থা নিল দেশটির সরকার। খবর রয়টার্সের।
দেশটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র এক বছর আগে ফেসবুক বন্ধ করল তাজিকিস্তান। নির্বাচনে জয়ী হলে দুই দশক ধরে ক্ষমতায় থাকা ইমোমালি রাখমনের মেয়াদ বাড়বে সাত বছর। ২০১৩ সালের নভেম্বরে তাজিকিস্তানের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিংশ শতাব্দীর নব্বইয়ের দশকে গৃহযুদ্ধের কারণে সে দেশে মারা যায় লাখ লাখ মানুষ।
এ বছর দ্বিতীয়বারের মতো দেশটি ফেসবুকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল। রাখমনের বিরুদ্ধে ফেসবুকে নেতিবাচক বক্তব্য লিখতে নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রুপ ব্যবহারকারীদের অর্থ দিয়ে থাকে। রাষ্ট্র নিয়ন্ত্রিত কমিউনিকেশন্স সার্ভিসপ্রধান বেগ জুখুরভ এ অভিযোগ করেন। তিনি বলেন, শিক্ষক, ডাক্তার ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনেকে দেশটির সাধারণ মানুষের প্রতিনিধি। ফেসবুকে দেশটির সরকারব্যবস্থার বিরুদ্ধে কটুকথা শুনে তারা ক্লান্ত। জনসমর্থন নিয়েই সাইটটি বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকার সম্পর্কে প্রতিটি নেতিবাচক পোস্ট করার জন্য ফেসবুক ব্যবহারকারীদের একটি নামবিহীন গ্রুপ ৫-১০ হাজার ডলার দেয়।
অবশ্য এ বিষয়ে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। কয়েক মাস ধরে বিরুদ্ধবাদীদের ওপর ব্যবস্থা নিতে ইন্টারনেটে নজরদারি করছে তাজিকিস্তান। এ ছাড়া একসময় সোভিয়েত ইউনিয়নের ভেতরে থাকা মধ্য এশিয়ার দেশগুলোও ইন্টারনেটে নজরদারি করছে। আরব বসন্ত এবং রাশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের পেছনে সামাজিক ওয়েবসাইটগুলোর ব্যাপক ভূমিকা ছিল।
গত মার্চে টানা দশ দিন ফেসবুক তাজিকিস্তান সরকার বন্ধ রেখেছিল। এ ছাড়া সে সময় রিয়া নোভোস্তি নামের একটি নিউজ এজেন্সি এবং রসিয়া টোয়েন্টি ফোর নামের একটি টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটও নিষিদ্ধ করা হয়েছিল। এর পরও দেশটিতে ওয়েবসাইটটির জনপ্রিয়তা ঠেকানো যাচ্ছে না। গত দেড় বছরে তাজিকিস্তান থেকে ৪০ হাজারের বেশি ব্যক্তি ফেসবুক সদস্য হয়েছেন।
১৯৯২ সাল থেকে ইমোমালি রাখমন তাজিকিস্তানের রাষ্ট্রপতির দায়িত্বে আছেন। একসময় দেশটি সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। দেশটির জনসংখ্যা সাড়ে সাত কোটি। ইউরোপ ও রাশিয়ায় আফগানি মাদক পাচারের জন্য তাজিকিস্তান একটি রুট হিসেবে কুখ্যাত।
মার্ক জাকারবার্গ সম্পর্কে হয়তো কিছু জানেন না বেগ জুখুরভ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফেসবুকের কি কোনো মালিক আছে? যদি থাকে আমি তার সঙ্গে কথা বলতে চাই। তাকে অফিসে এসে আমার সঙ্গে দেখা করতে বলুন।’ - এসবিবি



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বাজারে এআই সুবিধাযুক্ত স্যামসাংয়ের ‘নিও কিউএলইডি ৮কে’ টিভি
ফুডপ্যান্ডা ও সিপি ফাইভ স্টারের মধ্যে চুক্তি
এআই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন আনল বাংলালিংক
রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ
সর্বোচ্চ পারফর্মেন্সের মাইলফলক অর্জন করেছে ক্যাসপারস্কি
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন
শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তামিম ইকবাল
ব্লু-ভোল্ট ব্যাটারিতে ভিভো এক্স২০০
নতুন “ডিজিটাল সুরক্ষা অধ্যাদেশ-২০২৪” মানবাধিকার লঙ্ঘনের নতুন হাতিয়ার
মাস্টারকার্ডের ‘উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন ২০২৫’ শুরু