বুধবার ● ২৮ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রামীণফোন গ্রাহকদের জন্য চালু হলো ডাচ বাংলা ব্যাংক -এর মোবাইল ব্যাংকিং
গ্রামীণফোন গ্রাহকদের জন্য চালু হলো ডাচ বাংলা ব্যাংক -এর মোবাইল ব্যাংকিং
ডাচ বাংলা ব্যাংক গ্রামীণফোন গ্রাহকদের জন্য মোবাইল ব্যাংকিং সুবিধা সহজলভ্য করার উদ্দেশ্যে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে।
ডিবিবিএল এর মানেজিং ডিরেক্টর কে এস তাবরেজ এবং গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার টরে ইয়ানসেন মঙ্গলবার জিপি হাউজে নতুন এই সেবা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডিবিবিএল ও গ্রামীনফোনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
গ্রামীণফোন সংযোগ সহ একজন নিবন্ধিত ডাচ বাংলা ব্যাংকের গ্রাহক এখন থেকে সারাদেশে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং সুবিধা ব্যবহার করতে পারবেন। অন্যান্য মোবাইল অপারেটরের সংযোগ ব্যবহারকারী ডিবিবিএল-এর গ্রাহকগণ গ্রামীণফোনের মোবিক্যাশ এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে এ সুবিধা লাভ করতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর সাহায্যে টাকা জমা, উত্তোলন, প্রেরণ, মোবাইল টপ-আপ, রেমিটেন্স এবং বেতন ও মজুরি প্রদানের সুবিধা পাওয়া যাবে। ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রামীনফোনের গ্রাহকেরা এসুবিধা লাভ করবেন। *৩২২# কোড ডায়াল করে তারা মোবাইল ব্যাংকিং সার্ভিস মেন্যুতে প্রবেশ করতে পারবেন। এর জন্য শুধুমাত্র ডিবিবিএল এর প্রচলিত ফি চার্জ করা হবে, গ্রাহকের মোবাইল ব্যাবহারের উপর কোন ফি ধার্য করা হবে না।
ডাচ বাংলা ব্যাংকের মানেজিং ডিরেক্টর কে এস তাবরেজ বলেন, “গ্রামীনফোনের নেটওয়ার্কে মোবাইল ব্যাংকিং সেবা চালু করতে পেরে আমরা খুবই আনন্দিত। নতুন এই কার্যক্রম দেশের মোবাইল ব্যাংকিং সেবাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”
গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার টরে ইয়ানসেন বলেন, “গ্রামীণফোন ব্যাংকিং খাতের সাথে একটি অর্থপূর্ণ ও টেকসই সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করতে প্রতিশ্র”তিবদ্ধ। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবার অগ্রদূত। তাদের এই নতুন সুবিধা আমাদের চার কোটি গ্রাহককে বিপুলভাবে সহায়তা করবে।”