সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ৯, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ২৭ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » আজ শুরু হচ্ছে বিসিএস ডিজটাল এক্সপো চট্টগ্রাম ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » আজ শুরু হচ্ছে বিসিএস ডিজটাল এক্সপো চট্টগ্রাম ২০১২
৫৭০ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ নভেম্বর ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ শুরু হচ্ছে বিসিএস ডিজটাল এক্সপো চট্টগ্রাম ২০১২

বিসিএস ডিজটাল এক্সপো,বিসিএস ডিজটাল এক্সপো চট্টগ্রাম ২০১২,‘সর্বক্ষেত্রে প্রযুক্তি দেশ ও দশের উন্নতি’ প্রতিপদ্য নিয়ে আজ থেকে প্রথমবারের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিএস ডিজটাল এক্সপো চট্টগ্রাম ২০১২’। ডিজিটাল প্রযুক্তি পণ্য ও সেবা এবং ডিজিটাল জীবনধারাভিত্তিক পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীর প্লাটিনাম স্পন্সর কম্পিউটার সোর্স লি:, গোল্ড স্পন্সর যৌথভাবে আসুস, স্যামসাং, এসার এবং কম্পিউটার সলিউশন ইঙ্ক।

এই প্রদর্শনীর উদ্বোধন করবেন চট্টগ্রামের সিটি মেয়র আলহাজ্ব এম. মঞ্জুর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি জনাব মো: ফয়েজউল্যাহ্ খান এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক জনাব মোস্তাফা জব্বার।

চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ কম্পিউটার সমিতি সহ-সভাপতি মো: মঈনুল ইসলাম। এসময় প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিসিএস ডিজটাল এক্সপো চট্টগ্রাম ২০১২ এর আহ্বায়ক মুহম্মদ কামরুল হাসান সিদ্দিকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেলার প্লাটিনাম স্পন্সর কম্পিউটার সোর্স এর চট্টগ্রাম শাখা প্রধান খন্দোকার মুরাদুর রহমান, বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মজিবুর রহমান স্বপন, জেনারেল সেক্রেটারি শহীদ উল মুনির, চট্টগ্রাম শাখা কমিটির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জুয়েল, ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর হোসেন, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান সবুজ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম খান প্রমুখ।

ডিজিটাল এক্সপো-কে বৈচিত্র্যময় করতে পণ্য প্রদর্শনের পাশাপাশি তথ্যপ্রযুক্তি বিষয়ক সচেতনতা কর্মসূচি, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া প্রদর্শনী চলাকালে প্রতিদিন সন্ধ্যা ৭টায় ব্যান্ড দল রিভার্ব, তরঙ্গস্কোয়ার্ড, শিল্পী জাহেদসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দর্শনার্থীদের জন্য থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলা আয়োজক কমিটি জানিয়েছে, এবারের মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখানো সাপেক্ষে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। আর মেলায় টিকেট ও টিকেট কাউন্টার স্পন্সর করেছে পান্ডা এন্টিভাইরাস এবং স্বেচ্ছাসেবকদের পোশাক স্পন্সর করেছে কম্পিউটার সোর্স।

মেলায় তথ্যপ্রযুক্তির দেশী-বিদেশী স্থানীয় জনপ্রিয় ও সুপরিচিত ব্র্যান্ড, আমদানিকারক, প্রস্তুতকারক ও সরবরাহকারী ২৬ টি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। এতে তারা মূলত কম্পিউটার হার্ডওয়্যার ও সফ্টওয়্যার পণ্যসামগ্রী, নেটওয়ার্ক ও ড্যাটা কমিউনিকেশন, টেলিকম সেবা ও পণ্যসামগ্রী, মাল্টিমিডিয়া, আইসিটি শিক্ষা উপকরণ, ল্যাপটপ, পামটপ, ডিজিটাল জীবনধারাভিত্তিক প্রযুক্তি ও পণ্য ইত্যাদির উন্নত ও হালনাগাদ সংস্করণ প্রদর্শন করবে। মেলায় ৫০ টি স্টল এবং ৬ টি প্যাভেলিয়নে এসব প্রযুক্তি সামগ্রী প্রদর্শিত হবে।

মেলার বিক্রিত টিকেট নিয়ে সমাপনী দিনে অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র। আর এতে থাকবে বিভিন্ন আকর্ষণীয় উপহার। এছাড়া প্রদর্শক প্রতিষ্ঠানগুলোর আয়োজনে মেলায় থাকছে বিভিন্ন তথ্যপ্রযুক্তি পণ্যের বিশেষায়িত প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
উবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এর অফিসিয়াল মোবিলিটি পার্টনার
ইনফিনিক্স নোট ৪০এস এর সাথে বিনামূল্যে ওয়্যারলেস চার্জার
রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
বাজারে এআই সুবিধাযুক্ত স্যামসাংয়ের ‘নিও কিউএলইডি ৮কে’ টিভি
ফুডপ্যান্ডা ও সিপি ফাইভ স্টারের মধ্যে চুক্তি
এআই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন আনল বাংলালিংক
রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ
সর্বোচ্চ পারফর্মেন্সের মাইলফলক অর্জন করেছে ক্যাসপারস্কি
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন