মঙ্গলবার ● ২৭ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » নকিয়ার ইমেজিং প্রধানের বিদায়
নকিয়ার ইমেজিং প্রধানের বিদায়
সেলফোন তৈরিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নকিয়ার ইমেজিং বিভাগের প্রধানের দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন ডেমিয়েন ডাইনিং। তিনি দীর্ঘদিন ধরে এ পদে কাজ করছিলেন। এ মাসের মধ্যেই নকিয়াকে বিদায় জানাবেন তিনি। খবর রয়টার্সের।
ডেমিয়েন ডাইনিং এমন একসময় প্রতিষ্ঠানটি ছাড়ছেন, যখন মন্দার মুখে রয়েছে এটি। বেসিক সেলফোন কিংবা স্মার্টফোন দুই ধরনের বাজারেই শ্রেষ্ঠত্ব হারিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বাজারে আনা লুমিয়া সিরিজের স্মার্টফোনের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নকিয়া। এ সিরিজের স্মার্টফোনের ক্যামেরাগুলো বেশ কার্যকর বলে দাবি নকিয়ার।
পিওরভিউক্লাব ডটকম ওয়েবসাইটের মাধ্যমে ডেমিয়েন জানান, নকিয়া থেকে বিদায় নিয়ে তিনি অন্য কোনো সেলফোন নির্মাতা প্রতিষ্ঠানে যোগ দিচ্ছেন না। তিনি ‘জাগুয়ার ল্যান্ড রোভার’ নামে একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে কাজ করবেন। -এসবিবি